চাননি কলকাতা ফ্র্যাঞ্চাইজ়ি, কী ভাবে KKR-এর মালিক হলেন শাহরুখ?

By Bangla News Dunia Rajib

Published on:

ffgee

Bangla News Dunia , Rajib : সালটা ২০০৭। ভারত টি২০ বিশ্বকাপ জেতার পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হলো ফ্র্যাঞ্চাইজ়ি নির্ভর টি২০ ক্রিকেট প্রতিযোগিতার। যেটির নাম দেওয়া হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ২০০৮ সালের এপ্রিল মাসে প্রথম মরশুম শুররু ঘোষণা করা হয়। সঙ্গে জানানো হয়, প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়ির নাম। সেখানে ছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই নামের সঙ্গে ছিল শাহরুখ খানের নাম।

একদিকে কলকাতার দল আর অন্যদিকে শাহরুখ খান। দুটো মিলে যাওয়ায় প্রথম ম্যাচ থেকেই সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই আগ্রহ আরও বাড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে কলকাতা জেতায়। এরপর থেকে কেকেআরের ম্যাচ মানেই শাহরুখ আর তিনবার চ্যাম্পিয়ন। তাঁকে নিলামে দেখা না গেলেও প্লেয়ারদের সঙ্গে কথা বলা হোক বা কঠিন সময়ে পাশে থাকায় দেখা গিয়েছে তাঁকে।

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার হলেও শাহরুখের ইচ্ছা ছিল না কেকেআরের মালিকানা নেওয়ার। বদলে তিনি চেয়েছিলেন মুম্বইয়ের মালিক হওয়ার। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় মুম্বই কেনায় শাহরুখ কলকাতা ফ্র্যাঞ্চাইজ়ি কেনেন।

সম্প্রতি ইউটিউবার রাজ শামানির পডকাস্টে অংশ নেন ললিত মোদী। সেখানে তিনি একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন। শাহরুখ খানকে নিয়ে তিনি বলেন, ‘শাহরুখ খান মুম্বই চেয়েছিলেন, কিন্তু মুকেশ আম্বানি সেটা কিনে নেন। কলকাতা সেই সময় ছিল বাকি ছিল আর শাহরুখ খান সেটাতে বিনিয়োগ করেন। শাহরুখ আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম। আমি ওকে যখন ক্রিকেটে বিনিয়োগ করতে বলি, ও বলে যে ওর ক্রিকেট নিয়ে কিছুটা ধারণা আছে, তাই ও প্রবেশ করবে। এরপর মেহতা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে ৭৫.০৯ মিলিয়ন মার্কিন ডলারে কলকাতা ফ্র্যাঞ্চাইজ়ি কেনেন।’

শাহরুখ খান কলকাতা ফ্র্যাঞ্চাইজ়ি কেনার পরে এটাকে সমর্থকদের অন্যতম প্রিয় করে তোলেন। তাঁর একার দক্ষতায় জনপ্রিয়তা পায় কেকেআর। এবং এখন আইপিএলের ইতিহাসে তৃতীয় সফল দল কেকেআর।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন