‘চাষিরা যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হন’, শস্যবিমা নিয়ে বড় ঘোষণা মমতার

By Bangla News Dunia Rajib

Published on:

momota

Bangla News Dunia , Rajib : বাংলায় শস্যবিমায় নাম তোলার সময়সীমা আরও এক মাস বাড়ানো হল। দানার আবহে ভারী বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। প্রবল ক্ষতির মুখে কৃষকরা। তাঁদের কথা মাথায় রেখেই শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ৩১ অক্টোবরের বদলে বাংলা শস্যবিমায় নাম তোলার সময়সীমা ৩১ নভেম্বর করা হল। এ দিন মুখ্যমন্ত্রী জানান, যেখানে চাষিদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা সকলে শস্যবিমা পাবেন। আধিকারিকদের কাছে নামের তালিকাও চান তিনি। কৃষি দফতরের সচিবের উদ্দেশে মমতা বলেন, ‘আগে একটা বন্যা হয়ে গিয়েছে। সেই সময়ের কাজ কত দূর হয়েছে তা দেখে নিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। যাঁদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্ড সার্ভে করতে হবে। ৪৮ ঘণ্টা পর গিয়ে সার্ভে করবেন।’

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগে ফসলের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হলে আর্থিক ক্ষতিপূরণের জন্য বিশেষ বিমা ব্যবস্থা রয়েছে। বাংলা শস্যবিমা যোজনায় বিশেষ সুবিধা পান চাষিরা। ওই এলাকার ক্ষতিগ্রস্ত যে সব কৃষক শস্য বিমার আওতায় থাকেন, তাঁরা ক্ষতিপূরণ পান।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, আউশ ধান ইতিমধ্যেই অনেকাংশে কাটা হয়ে গিয়েছে। বাকি জেলায় ধান কাটা এখনও চলছে। ধান নষ্ট হলে শস্যবিমার অধীনে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। বাংলা শস্যবিমায় ইতিমধ্যেই কয়েক লক্ষ চাষি নাম নথিভুক্ত করেছেন। এবারও নতুন করে নামও তোলা যাবে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন