Bangla News Dunia , পল্লব : জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটপর্বের দুই পর্ব সমে সমাপ্ত হয়েছে। প্রথম দুই পর্বে ২৪ ও ২৬ আসনে যথাক্রমে ভোট হয়েছে। এদিকে, সদ্য ভূস্বর্গে পার্টির তরফে প্রচারে গিয়ে আত্মবিশ্বাসের সুরে নরেন্দ্র মোদী বলেন, ‘এটা স্পষ্ট যে বিজেপি প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে জম্মু ও কাশ্মীরে’। মোদীর দাবির পরই কংগ্রেসের তরফে কাশ্মীরের নেতা গুলাম আহমেদ মীর দাবি করেন, বিজেপি ১০ থেকে ১২র বেশি আসন জম্মু ও কাশ্মীরে পাবে না।
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
জম্মু ও কাশ্মীরে এখনও বাকি রয়েছে তৃতীয় দফার ভোটপর্ব। গত ১৮, ২৫ সেপ্টেম্বর ২ পর্বের ভোট হয়েছে। এরপর ১ অক্টোবর রয়েছে জম্মু ও কাশ্মীরে তৃতীয় ও শেষ পর্বের ভোট। তার আগে প্রচারে জম্মু গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভিড়ে ঠাসা জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে দলীয় প্রচারে গিয়ে মোদী বলেন,’ এই ভোট ঐতিহাসিক জনমত দিতে চলেছে। জম্মুর মানুষের কাছে সুযোগ রয়েছে তাদের নিজের সরকার বেছে নেওয়ার।’
মোদী তাঁর ভাষণে বলেন, ‘এটা স্পষ্ট যে বিজেপি প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জম্মু ও কাশ্মীরে নিজেদের সরকার গড়বে। #Short News
আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !