Bangla News Dunia , অমিত : ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে। বুধবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করেছে ইজরায়েল সরকার। অর্থাৎ তাঁর প্রাপ্য কোনও রকম কূটনৈতিক সুবিধা পাবেন না জাতিসংঘের মহাসচিব।
বুধবার সামাজিক মাধ্যমে, ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাটৎসতিনি লিখেছেন, “আজ আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইজরায়েলে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করছি। সেই সঙ্গে তাঁর ইজরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, জাতিসংঘের মহাসচিব ইজরায়েলের মাটিতে পা রাখতে পারবেন না। অথচ ইজরায়েলের উপর ইরানের হামলার নিন্দা বিশ্বের বেশির ভাগ দেশ করেছে।”
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আন্তোনিও গুতেরেস তাঁদের সঙ্গে থাকুক বা না থাকুক ইজরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা ধরে রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে।” তাঁর দাবি, হামাস ৭ অক্টোবর ইজরায়েলে যে নৃশংসতা চালিয়েছে, তার নিন্দা করেননি মহাসচিব। তা ছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনও পদক্ষেপ তিনি নেননি।
প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, ‘এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ইজরায়েলের দখলদারিতে ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে দম বন্ধ অবস্থায় আছে।’ গুতেরেসের এই বক্তব্যের পর থেকেই ক্ষুব্ধ ইজরায়েল সরকার।
#End