Bangla News Dunia , অমিত : তিলোত্তমার (Doctor’s Rape-Murder Case) ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে তাঁরা সাফ জানালেন, ‘সমাজমাধ্যমে তিলোত্তমার ময়নাতদন্তের বিষয় নিয়ে একাধিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের স্বচ্ছতা-অস্বচ্ছতার দায় জুনিয়র চিকিতসৎসকদের নয়।’
এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট্রের তরফে কিঞ্জল নন্দ (Kinjal Nanda) বলেন, ‘৯ অগাস্ট সকালে আমরা খবর পাই চেস্ট বিভাগের সেমিনার রুমে এক জন পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারি আত্মহত্যা নয়, ধর্ষণ এবং খুন। ময়নাতদন্ত নিয়ে সমাজমাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই চিকিৎসকের ময়নাতদন্ত (Post-Mortem) হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। ওখানে জুনিয়র ডাক্তারদের সই থাকলেও ময়নাতদন্তের স্বচ্ছতার দায় আমাদের উপর বর্তায় না। আমরা চেয়েছিলাম, কোনও ভাবেই যেন ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া না হয়। আমাদের স্বল্প জ্ঞানে সেই চেষ্টাই করেছিলাম। সমাজমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাই।’
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
রাজ্যের শাসক দল সামাজিক মাধ্যমে তিলোত্তমার মৃত্যুর একটি নথি পেশ করেছে। যেখানে দেখা যাচ্ছে জুনিয়ার চিকিৎসকেরাই নাকি চেয়েছিলেন ময়নাতদন্ত হোক আরজি করেই। (যদিও এই নথির সত্যতা যাচাই করেনি)। তৃণমূল শিবিরের এই অভিযোগের ভিত্তিতেই আজ মুখ খুলেছেন জুনিয়ার চিকিৎসকেরা।
#End