Bangla News Dunia, দীনেশ :- প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে মোটেই পছন্দ নয় মেলানিয়া ট্রাম্পের। তিনি মনে মনে চাইছেন, আমেরিকার মসনদে বসুন কমলা হ্যারিস। কানাঘুষোয় পাওয়া গিয়েছে এমনই তথ্য।
দোরগোড়ায় কড়া নাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁকে একফোঁটাও জমি ছাড়তে নারাজ ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এরইমাঝে চাঞ্চল্যকর দাবি হোয়াইট হাউসের প্রাক্তন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির।
তাৎপর্যপূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের কোনও প্রচার সভাতেই দেখা যাচ্ছে না মেলনিয়াকে। নির্বাচনের দোরগড়ায় অ্যান্থনি স্কারামুচির মন্তব্য বেজায় অস্বস্তিতে ফেলল ট্রাম্প ব্রিগেডকে। গত কয়েকদিনে মেলানিয়াকে শুধুমাত্র দলের তহবিল সংগ্রহের ইভেন্টে দেখা গিয়েছে। পেনসেলভানিয়ার যে সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল. সেখানেও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
আরো পড়ুন :- টেলিগ্রাম -ইন্টারনেটে ৫০ টাকায় বিকোচ্ছে ধর্ষণের ভিডিয়ো! নির্যাতিতার নামে পর্ন সার্চ ঘিরে রমরমা ব্যবসা
একটি পডকাস্টে হোস্ট বেন মেইসেলাসের সঙ্গে আলাপচারিতায় অ্যান্থনি স্কারামুচি দাবি করেন, ‘মেলানিয়া ট্রাম্প কমালা হ্যারিসকে হোয়াইট হাউসের দায়িত্বে দেখতে অনেক বেশি আগ্রহী। কারণ ট্রাম্পকে ঘৃণা করেন তিনি।’ স্কারামুচি আরও বলেন, ‘আমার স্ত্রীও মেলানিয়ার মতো ট্রাম্পকে ঘৃণা করেন।’
স্কারামুচির এমন দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তাঁর প্রাক্তন সহযোগী স্কারামুচি একজন ‘তিক্ত মনোভাবাপন্ন ব্যক্তি’ এবং তিনি দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রাখেন।
আরো পড়ুন :- বাংলাদেশে ‘স্তব্ধ” চিকিৎসা পরিষেবা !
স্কারামুচির দাবি অনুযায়ী, মেলানিয়া ট্রাম্প তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন। তিনি কমলা হ্যারিসের জয় চাইছেন। অ্যান্থনি স্কারামুচি ২০১৭ সালে মাত্র এগারো দিনের জন্য হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করেন। ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এই দায়িত্বে থাকার পর তাঁকে বরখাস্ত করা হয়। তাঁর নিয়োগের পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেন। কিছুদিনের মধ্যেই স্কারামুচির বিরুদ্ধে বেশ কয়েকটি বিতর্ক সৃষ্টি হয়। যার পরিণতিতে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বরখাস্ত করেন।
সূত্রের খবর, বর্তমানে পুত্র ব্যারন ট্রাম্পের লেখাপড়া নিয়ে ব্যস্ত মেলানিয়া। বেশিরভাগ সময়টাই তিনি নিউ ইয়র্কে থাকছেন। মেলানিয়া নিউ ইয়র্কের প্রতি বিশেষ প্রীতি প্রকাশ করেছেন এবং পরিবার ও ব্যক্তিগত জীবনকে বেশি প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। #End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
শিক্ষক দিবসের দিন ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সুখবর! রাজ্য সরকার ট্যাব কেনার জন্য দেবে ১০ হাজার টাকা👇🏻https://t.co/P4azTxHXDx
— Daily Khabor Bangla (@daily_khabor) September 2, 2024
ISRO তে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা নিম্নতম মাধ্যমিক, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/4H8aBSRKsC
— Daily Khabor Bangla (@daily_khabor) September 2, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024