‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন মোদী,

By Bangla News Dunia Rajib

Published on:

degital

Bangla News Dunia , Rajib : ‘মন কি বাত’-এর ১১৫তম এপিসোডে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে ক্রমশ এই ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মামলা বাড়ছে বলে উদ্বেগপ্রকাশ করেন তিনি। তবে আতঙ্কিত না হয়ে তিনটি পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন নমো।ভুয়ো ফোন থেকে বাঁচতে কী করণীয়ও সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ‘ডিজিটাল অ্যারেস্ট’ স্ক্যাম থেকে সুরক্ষিত থাকতে সচেতনতাই আসল হাতিয়ার বলে মনে করছেন মোদী। তিনি বলেন, ‘কোনও সরকারি এজেন্সি কখনওই আপনাকে ভিডিয়ো কলে যুক্ত হতে বলবে না।’

‘ডিজিটাল অ্যারেস্ট’ কী আইনসিদ্ধ?

নরেন্দ্র মোদী বলেন, ‘এ দেশের আইনে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। এটা বেআইনি এবং সম্পূর্ণ ভুয়ো। যে সমস্ত গ্যাং এই কাজ করছে তারা সমাজের শত্রু। ডিজিটাল অ্যারেস্টের নাম করে যে স্ক্যাম সারা দেশ জুড়ে চলছে, তার মোকাবিলায় বিভিন্ন এজেন্সিগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে তদন্ত চালাচ্ছে। এর জন্য গঠন করা হয়েছে ন্যাশনাল সাইবার কো-অর্ডিনেশন সেন্টার।’

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

‘ডিজিটাল অ্যারেস্ট’ কী?

‘ডিজিটাল অ্যারেস্ট’ একটি সাম্প্রতিক সাইবার ক্রাইম। অডিয়ো এবং ভিডিয়ো কলের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের ED, CBI কিংবা দুর্নীতি দমন বিভাগের অফিসার হিসেবে পরিচয় দেওয়া হয়। গ্রাহকদের ভয় দেখানো হয়, তাঁদের নম্বর আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত। ভিডিয়ো কলের মাধ্যমে তদন্তে সহযোগিতা করার অনুরোধ করা হয় গ্রাহকদের।

থানায় যাওয়ার ঝঞ্ঝাট এড়াতে অনেক ক্ষেত্রেই গ্রাহকরা ভিডিয়ো কলে যুক্ত হতে রাজি হয়ে যান। আর এতেই প্রতারকদের ফাঁদে পা দেন তাঁরা। ভিডিয়ো কলে কথোপকথনের সময়ে গ্রাহকদের সমস্ত তথ্য কৌশলে জেনে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্যান কার্ড, আধার কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। ভুয়ো কোর্ট অর্ডার প্রিন্ট করিয়ে গ্রাহকদের কাছে পাঠানো হয়। এরপরই শুরু হয় ব্ল্যাকমেইল। জানানো হয় নগদ টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে FIR করা হবে এবং তাঁরা গ্রেপ্তারও হতে পারেন। অনেক ক্ষেত্রেই গ্রাহকরা আতঙ্কিত হয়ে টাকা দিয়ে ফেলেন।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

কী ভাবে সুরক্ষিত থাকবেন?

  • উপস্থিত বুদ্ধির জোরে এই ধরনের প্রতারনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
  • টেলিকম সংস্থা, RBI-এর পক্ষ থেকে পাঠানো মেসেজগুলি ফলো রাখা।
  • স্প্যাম কল না ধরা।
  • সন্দেহজনক ফোন পেলে অবিলম্বে পুলিশে খবর দেওয়া।
  • কোনও অচেনা কলারকে ব্যক্তিগত তথ্য না দেওয়া।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার কার্ড নম্বর না দেওয়া।
  • সাইবার ক্রাইম হেল্পলাইন (1930) কিংবা ন্যাশনাল সাইবার রিপোর্টিং পোর্টাল (cybercrime.gov.in)-এ সন্দেহজনক বিষয় সম্পর্কে তথ্য জানানো।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন