ডিসেম্বর মাসে টানা ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! মাথায় হাত আমজনতার

By author22

Published on:

december-bank-holidays

Bangla News Dunia , Rajib : নভেম্বর মাস একদম শেষ হওয়ার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এর আর কয়েকদিন পরেই চলে আসবে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাসে আপনারা যদি অনেক কাজ থেকে থাকে বিশেষ করে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ যদি থেকে থাকে তাহলে তা নভেম্বর মাসেই সেরে ফেলুন। কারণ ডিসেম্বর মাসে হয়তো আপনাকে অসুবিধার মুখে পড়তে হবে। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে ১০ বা ১২ দিন নয় টানা ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে আরবিআইয়ের (Reserve Bank of India) তরফে ডিসেম্বর মাসের জন্য ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। আর এই ছুটির তালিকা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের।

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

ডিসেম্বরে টানা ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

জানা গিয়েছে, সামনের মাসে বিভিন্ন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিছু বিশেষ অনুষ্ঠানের কারণে ডিসেম্বরে ব্যাঙ্কে ছুটি থাকতে যাচ্ছে। এই ছুটি বিভিন্ন কারণে এবং বিভিন্ন রাজ্য এবং শহরে হবে। ডিসেম্বরে মোট ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই ছুটির মধ্যে দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং রবিবার অন্তর্ভুক্ত রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে কবে ছুটি থাকবে?

আরো পড়ুন :- সরকার আনছে নয়া PAN কার্ড, তাহলে কি ‘অকেজো’ হল পুরনো কার্ড? জানতে পড়ুন বিস্তারিত

কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

দেখুন হলিডে লিস্ট …

  • ১ ডিসেম্বর বিশ্ব AIDS দিবস। এই দিন দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩ ডিসেম্বর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উপলক্ষে গোয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ৮ ডিসেম্বর রবিবার। সাপ্তাহিক ছুটির কারণে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই উপলক্ষে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১১ ডিসেম্বর ইউনিসেফের জন্মদিন উপলক্ষে সমস্ত ব্যাঙ্কের ছুটি থাকবে।
  • ১৪ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার, যার কারণে দেশের সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।
  • ১৫ ডিসেম্বর, রবিবার সমস্ত ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি থাকবে।
  • ১৮ ডিসেম্বর ২০২৪ গুরু ঘাসিদাস জয়ন্তী। এই উপলক্ষে চণ্ডীগড়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস। যার জেরে গোয়ায় দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৪ ডিসেম্বর- মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড।
  • ২৫ ডিসেম্বর – বড়দিন উপলক্ষে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৬ ডিসেম্বর- মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৭ ডিসেম্বর- নাগাল্যান্ড।
  • ৩০ ডিসেম্বর – মেঘালয়।
  • ৩১ ডিসেম্বর- মিজোরাম, সিকিম।

আরো পড়ুন :- ইজরায়েলে ২৫০ মিসাইল ছুড়ল হেজবোল্লা ! শুরু বদলা নেওয়া

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

author22

মন্তব্য করুন