দিনে ২০০ টাকার জন্য পাকিস্তানি এজেন্টকে তথ্য পাচার, গ্রেপ্তার গুজরাটের বাসিন্দা

By author22

Published on:

EEVSR

Bangla News Dunia , Rajib : দিনে ২০০ টাকা পেতে পাকিস্তানি চরের কাছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ উঠল গুজরাটের এক বাসিন্দার বিরুদ্ধে। পাক এজেন্টকে দেশের সংবেদনশীল তথ্য দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)। অভিযুক্তের নাম দীপেশ গোহিল। তিনি গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত ওখা বন্দরে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতেন।

author22

মন্তব্য করুন