Bangla News Dunia , দীনেশ :- দেশের সম্পত্তি গুজরাতে পাচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নিজের রাজনৈতিক দল জন সুরজ পার্টির যাত্রা শুরু করে বুধবার একথাই বললেন একদা প্রশান্ত কিশোর । 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে রণনীতি তৈরি করে সকলকে চমকে দিয়েছিলেন প্রশান্ত ।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
তিনি বলেন, “আমার আপনার মতো সাধারণ মানুষ গুজরাতে মোদির কাজ দেখে তাঁকে ভোট দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, গুজরাতের মতো উন্নয়ন গোটা দেশে হবে। গুজরাতে সত্যিই উন্নয়ন হচ্ছে । দেশের সমস্ত অংশ থেকে টাকা গুজরাতে পাঠাচ্ছেন মোদি। বিনিয়োগকারীরা গুজরাতের প্রতিটি গ্রামে কারখানা তৈরি করছেন। আর আমাদের বিহারের সাধারণ মানুষ এখানে কাজ না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন । “
মোদির পাশাপাশি বিহারের রাজনীতির দুই প্রধান চরিত্র নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদবকেও আক্রমণ করেন পিকে। তাঁকে বলতে শোনা যায়, “সামাজিক ন্যায়ের নামে আপনারা লালুকে ভোট দিয়েছিলেন। তাছাড়া গরিব মানুষ তাঁর প্রাপ্য সম্মান পাবেন এই আশাতেও লালুর দলকে ভোট দিয়েছিলেন । গরিব মানুষ সে সময় সম্মান পেয়েছিলেন তা অস্বীকার করার উপায় নেই। তবে আইন-শৃঙ্খলা বলে কোনও কিছু ছিল না। নীতীশকে ভোট দিয়েছিলেন উন্নয়নের জন্য। বিদ্যুতের জন্য। সেই কাজ হয়নি তা বলা যাবে না। তবে নীতীশের তৈরি করা বিদ্যৎ সংক্রান্ত নীতী আজ বিহারের বাসিন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি 5 কিলো রেশনের জন্য মোদিকে ভোট দিচ্ছেন। কিন্তু আপনারা বুঝতেও পারছেন না এরই মধ্যে দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে। ” বিভিন্ন রাজনৈতিক নেতাদের আক্রমণের পাশাপাশি নিজের রাজনৈতিক দলের উদ্দেশ্যও ব্যাখ্যা করেছেন প্রশান্ত । তিনি জানান, রাজ্যের বিভিন্ন অংশে পদযাত্রা করে বুঝেছেন মানুষ চাইছে উন্নয়ন । বিহারের বুকে দাঁড়িয়ে সেই উন্নয়নের সুফল পেতেই তাঁর দলকে সমর্থন করতে বললেন পিকে ।
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !
#End