দ্বিতীয় দিনে পটপট করে প্লেয়ার কিনছে KKR, অবিক্রীত বাংলাদেশের ক্রিকেটার

By author22

Published on:

mustafizur-rahman-ipl

Bangla News Dunia , Rajib : দ্বিতীয় দিনের IPL নিলাম শুরু হয়েছে। প্রথম দিনের আইপিএল নিলামে আকাশ ছোঁয়া দাম উঠলেও, দ্বিতীয় দিনে বেশ সস্তায় প্লেয়ারদের কেনা হচ্ছে। এখনও অবধি দ্বিতীয় দিনের সবথেকে বেশি দামের ক্রিকেটার হলেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ বোলারকে ১০ কোটি ৭৫ লাখ দিয়ে কিনে নেয় বেঙ্গালুরু। তবে প্রথম দিনের তুলনায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দ্বিতীয় দিনে প্রথম থেকে প্লেয়ার কেনা শুরু করে দিয়েছে।

কলকাতা নাইট রাইডার্স প্রথমেই ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে দলে নিয়েছে। পাওয়ার হিটার বলে পরিচিত পাওয়ালকে তাঁর বেস প্রাইস দেড় কোটিতেই পেয়ে গিয়েছে কলকাতা। এরপর KKR তাঁদের প্রাক্তন প্লেয়ার মণীশ পাণ্ডেকেও তাঁর বেস প্রাইস ৭৫ লাখে দলে ফিরিয়েছে।

আরো পড়ুন :- রাষ্ট্রপতিকে খুন করতে সুপারি দিলেন উপরাষ্ট্রপতি! দেশ জুড়ে চূড়ান্ত ডামাডোল

বাংলাদেশী মুস্তাফিজুর রহমানকে কিনল না কেউ!

অস্ট্রেলীয় পেসার স্পেন্সার জনসনকেও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্পেন্সার জনসনকে ২ কোটি ৮০ লাখেই পেয়ে যায় KKR। ওদিকে বাংলাদেশে পেসার মুস্তাফিজুর রহমানও এদিন নিলামে ওঠেন। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। কিন্তু তাঁকে কেনার আগ্রহ দেখায়নি কোনও দলই।

আরো পড়ুন :- আবারও বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ !

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

author22

মন্তব্য করুন