ধোনি ভক্তদের জন্য দারুণ সুখবর ! ধোনির নামে চালু হচ্ছে ৭ টাকার কয়েন ?

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- এমএস ধোনির নামে 7 টাকার কয়েন জারি করা হবে? খুশি সাধারণ মানুষ। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং আইপিএলে চেন্নাই সুপার কিংসের নায়ক এমএস ধোনি সম্পর্কে জবর খবর। সাম্প্রতিক সময়ে আলোড়ন সৃষ্টি করেছে একটি বড় বিষয়। সোশ্যাল মিডিয়ায় এ খবর ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরোও এ প্রসঙ্গে স্পষ্টীকরণ দিয়েছে।

জানা গিয়েছে, ধোনিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে RBI। সাত নম্বর হল ধোনির টি-শার্ট নম্বর। তাই তাঁর নামে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাত টাকার কয়েন জারি করেছে। জেনে নিন আসল সত্যটা কী?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তথ্য

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে ,যেখানে ধোনির নামের একটি কয়েন রয়েছে। সাত টাকার কয়েন এটি। আসলে ধোনি যখন ভারতের হয়ে খেলতেন তখনও সাত নম্বর জার্সি পরতেন। এমনকি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় তিনি সাত নম্বর জার্সি পরেন।

তাহলে কি সত্যিই ধোনির নামে কয়েন আসছে বাজারে? বিষয়টি পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের নজরে এলে তারা বিষয়টি তদন্ত করে বলে যে এটি একটি গুজব। পিআইবি তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। পিআইবি জানিয়েছে, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এমন কোনও ঘোষণা করেনি।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

পোস্টটি দেখুন এখানে

 

এবারের আইপিএলে কি খেলবেন ধোনি?

প্রসঙ্গত, প্রতি বছরই ধোনি সম্পর্কে বলা হয় এটাই হবে তাঁর শেষ আইপিএল। আইপিএল-2024-এর পরেও একই কথা বলা হয়েছিল। তবুও ধোনির ভক্তরা আইপিএলের জন্য অপেক্ষা করছেন, যাতে তাঁরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখতে পান।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

খুশির খবর, ধোনির নাম এই মরসুমের জন্য চেন্নাইয়ের রিটেইন করা খেলোয়াড়দের তালিকায় রয়েছে। তার মানে এবারও আইপিএল খেলতে দেখা যাবে ধোনিকে। তবে এবার আইপিএলে ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রেখেছে চেন্নাই।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন