পশ্চিমবঙ্গ সরকার জানেই না স্কুলগুলিতে কতগুলি শূন্যপদ! RTI-র জবাবে অবাক শিক্ষক

By author22

Published on:

School-Teachers

Bangla News Dunia , Rajib : রাজ্যে একের পর এক দূর্নীতির খবর উঠেই আসছে শিরোনামে। কখনও রেশন চুরির খবর তো আবার কখনও কয়লা পাচার এবং গরু পাচারের মত ঘটনা। আর এই ঘটনার সঙ্গে জড়িত ঘটনায় নাম জড়াচ্ছে শাসকদলের নেতাদের। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই দুর্নীতির ছায়া পড়েছে শিক্ষামহলেও। মোটা টাকার বিনিময়ে অজস্র অযোগ্য ব্যক্তিবর্গকে চাকরি দেওয়ার খবর পাওয়া গিয়েছে। এবার এই নিয়ে RTI ফাইল অ্যাপ্লাই করল একজন শিক্ষক।

ঘটনাটি কী?

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার অনিমেষ হালদার নামে এক স্কুল শিক্ষক একটু শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। তাইতো শিক্ষক বদলি সংক্রান্ত নানা ধরনের তথ্য তাঁর কাছে আসে। এবার সেই তথ্য পরখ করার জন্যই তিনি একটি RTI করেছিলেন শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি তথা এসপিআইওর কাছে। যেখানে তিনি জানতে চেয়েছিলেন যে স্কুলগুলিতে কতগুলি শূন্যপদ রয়েছে। কিন্তু তাতে তাঁর কাছে যে তথ্য এসে পৌঁছেছে তাতে চক্ষু চড়কগাছ সকলের।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

সরকারের কাছেই নেই সেই তথ্য

আদলে শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির সেই চিঠি স্কুল শিক্ষা কমিশনারের এসপিআইওর কাছে যায়। সেখান থেকে চিঠি যায় গ্রান্ট ইন এইড সেকশনে। কিন্তু সেখান থেকে জানানো হয়, এরকম তথ্য হাতের কাছে প্রস্তুত নেই। আসলে বিকাশ ভবন জানাতেই পারেনি কতগুলি শূন্যপদ রয়েছে। যার ফলে রীতিমত নানা মহল থেকে প্রশ্ন উঠে আসছে। যেহেতু শিক্ষাদফতরের পলিসির একটা বড় অংশ এই শূন্যপদের উপর নির্ভর করছে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত কত শূন্যপদ সেটাই যদি না জানাতে পারে সরকার তাহলে সাধারণ মানুষের কাছে সরকারের নেতিবাচক প্রভাব পড়বে।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

RTI এর দেওয়া এই তথ্য আবার কয়েকটি মহলের থেকে প্রশ্ন তুলছে যে একাধিক সংবেদনশীল ক্ষেত্রে সরকার ইচ্ছে করে তথ্য চেপে যেতে চায়। এক্ষেত্রেও সরকার তাই করছে। কিন্তু সেটা করলে এর ফল সাধারণ শিক্ষকদের কাছে খুব খারাপ প্রভাব পড়বে। কারণ হাইকোর্টে ইতিমধ্যে চলছে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে নানা মামলা। সেই নিরিখে বার বারই প্রশ্ন উঠেছে ঠিক কত শূন্যপদ রয়েছে স্কুলগুলিতে? তবে এবার RTI এর জবাবেও সঠিক শূন্যপদের কথা জানাতে পারল না স্কুল শিক্ষা দফতর।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

author22

মন্তব্য করুন