Bangla News Dunia , দীনেশ :- যোগীর রাজ্যে যৌন লালসার শিকার এ বার পাঁচ বছরের বালক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে ‘গণধর্ষণ’ করে তিন জন। পথ চলতি দু’জনের চোখে পড়ে তা। তারা অবশ্য শিশুটির সাহায্যে এগিয়ে আসেনি, বরং সেই যৌন নিগ্রহের ভিডিয়ো তোলে দাঁড়িয়ে। এর পর সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলে অভিযোগ। ভয়াবহ এই ঘটনা ১৯ সেপ্টেম্বরের। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
পুলিশ সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর বিষয়টি জানতে পারে শিশুর পরিবার। কারণ সেই সময়ে নাবালকের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। প্রবল ব্যথায় সে কাতরাতে থাকে। তখনই তার সঙ্গে কথা বলে তার ঠাকুরদা জানতে পারেন যে এই বালক বিকৃত যৌন লালসার শিকার। তিনি এফআইআর-এ জানিয়েছেন, অভিযুক্তদের অন্যতম আর্শ জুনেদ তাঁর নাতিকে ভুলিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিল অন্য দুই অভিযুক্ত মোবিন ও শামিম।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
সেখানেই শিশুটিকে চূড়ান্ত যৌন নিগ্রহ করে তারা। আর দু’জন পথচারী ওই ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তিনি ওই অভিযোগে এ-ও জানিয়েছেন, ঘটনাটি জানার পরে অভিযুক্তদের বাড়িতে তিনি আরও লোকজনকে নিয়ে এমন ঘটনা নিয়ে চার্জ করেন। কিন্তু অভিযুক্তরা উল্টে তাঁদেরই ‘খুনের’ হুমকি দেয় বলে দাবি। যদিও তার পরেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !
পুলিশ জানিয়েছে, নাবালকের পরিবারের তরফে ‘গণধর্ষণের’ অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই একটি দল গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। যদিও আইনজ্ঞ মহলের বক্তব্য, এ ক্ষেত্রে ‘গ্যাং রেপ’ এর ধারা দেওয়া যাবে না কারণ ভারতীয় ন্যায় সংহিতাতে ধর্ষণ বা গণধর্ষণের অভিযোগ শুধু নারীরাই করতে পারেন।
#End