Bangla News Dunia , অমিত : রাত পোহালেই মহালয়া (Mahalaya)। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষ পর্যায়ে। উমা’কে চিন্ময়ী রূপে আবাহনের তোড়জোড় এখন তুঙ্গে। আর এর মাঝেই মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং স্পোর্টিং ক্লাবে (Sree Bhumi Sporting Club) উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সঙ্গে বীরপাড়া ও দুরবাজপুরে নতুন ফায়ার স্টেশন ও দমকলের ৫০ বাইকের উদ্বোধনও করলেন তিনি।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
মমতা অবশ্য বলেন, ‘আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, তারপর উদ্বোধনের কাজটা করি। আজ আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়া এবং দুরবাজপুরে… অনেকে উপস্থিত আছেন। বাইকগুলি তৈরি করা হয়েছে ফায়ার ব্রিগেডের। ঘিঞ্জিতে যখন আগুন লাগে, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম। সেই জায়গায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে, সেইজন্যই এই সিস্টেমটা করা হয়েছে।’ বিমানবন্দর লাগোয়া শ্রীভূমি স্পোটিং ক্লাবে পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। শ্রীভূমির পুজো মানেই উপচে পড়া ভিড়। অদূরে এয়ারপোর্ট। এবার যাতে পুনরায় যানজট পরিস্থিতি না হয়, সেদিকে বাড়তি নজরের পরামর্শ দেন মমতা।
পাশাপাশি এদিন পুজোর মুখে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বন্যার জল, খাবার জল মিশে গেলে মারাত্মক অবস্থা হবে। মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। ফলে উৎসবের মধ্যেও দুর্গত মানুষের পাশে থাকতে হবে।’ মমতা বলেন, ‘এটা ম্যান মেড বন্যা। পুজোর মুখে পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল।’ আগামীকালও মহালয়াকে কেন্দ্র করে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এনিয়ে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।