Bangla News Dunia, দীনেশ :- মেক-আপ (Make-Up) এমন জিনিস, যা আত্মবিশ্বাস বাড়ায় । শুধু তাই নয়, ভাল মেক-আপ যে কোনও অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে পারে আপনাকে । বাড়িয়ে তোলে আপনার ব্যক্তিত্ব। পুজো তো দরজায় কড়া নাড়ছে। এদিকে আকাশের ভাবগতিক মোটেই ভাল না। পুজোর মুখে বৃষ্টিতে ভাসছে বাংলা। হাওয়া অফিসের পূর্বাভাস, পুজোর আনন্দেও কিন্তু জল ঢালতে পারে বৃষ্টি।
এদিকে বৃষ্টি মানেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, সঙ্গে ভিজতে তো ধরুন আপনাকে হবেই। তাই মেকআপ করে নিলেই হল না। পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে মেকআপ টেকাবেন কীভাবে? সেটাও তো জানতে হবে।
আসলে ওয়াটার প্রুফ মেকআপের আসল মজাই আছে স্কিন প্রিপারেশনে। বৃষ্টিতে মেকআপ সুন্দর রাখতে হলে, মেকআপের আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
বরফ ঘষুন:
মেকআপ ওয়াটার প্রুফ করার একটা ঘরোয়া টোটকা হল, মেকআপ শুরুর আগে ভাল করে মুখে বরফ ঘষা। এতে ত্বক ঠান্ডা হবে এবং ওপেন পোরস বন্ধ হবে। এবং ঘাম কম হবে, তাই মেকআপ বেশিক্ষণ আপনার ত্বকে থাকবে।
ফাউন্ডেশনের আগের ধাপ:
ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। বরফ ঘষে, মুখ পরিষ্কার করে টোনিং এবং ময়শ্চারাইজিং মাস্ট। আর তারপরেই লাগিয়ে নিন হালকা করে একটু পাউডার। তারপর ব্যবহার করুন ফাউন্ডেশন, এতে মেকআপ ওয়াটারপ্রুফ হবে।
ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন:
ফাউন্ডেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে হবে ওয়াটারপ্রুফ। সেক্ষেত্রে দেখে নিতে হবে ফাউন্ডেশন জলের সঙ্গে মিশছে কি না! জলের সঙ্গে না মিশলে সেই ফাউন্ডেশন ওয়াটার প্রুফ।
ডুরালাইন ব্যবহার করা:
ডুরালাইন অ্যালকোহলমুক্ত, সুগন্ধিহীন এবং এসেনশেল অয়েল ফ্রি, রংবিহীন, ফাউন্ডেশনের সঙ্গে সামান্য ডুরালাইন মিশিয়ে লাগালেই লং-লাস্টিং হবে।
কম প্রোডাক্ট ব্যবহার
কম প্রোডাক্ট ব্যবহার:
এছাড়াও এই পুজোয় চেষ্টা করুন কম প্রোডাক্ট ব্যবহার করার। অল্প প্রোডাক্ট দিয়েও কৌশল জানলে সুন্দর মেকআপ করা যায়। সেক্ষেত্রে ফাউন্ডেশনের বদলে কালার ক্যারেক্টর, কনসিলার দিয়ে মুখের দাগছোপ ঢেকে। লাগিয়ে নিন ব্লাশ, মাসকারা আর কাজল। অতিরিক্ত ফাউন্ডেশন,কন্সিলার বা পাউডার ব্যবহারে মেকআপ ক্র্যাক করে ,স্মাইল লাইন পড়ে বা চোখের নিচে ভাঁজ পড়ে যায়। এক্ষেত্রে বেশি কভারেজের সামান্য প্রোডাক্ট ব্যবহারের চেষ্টা করুন।
#End
আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি