Bangla News Dunia , পল্লব : বাংলাদেশ আবহাওয়া বিভাগ সতর্কতা চলতি মাসে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। দুর্গোৎসবের মাসে এই ঘূর্ণির গতি কোনদিকে সেটি এখনই স্পষ্ট নয়। বিএমডি জানিয়েছে, অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
বিএমডি জানিয়েছে বঙ্গোপসাগরে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার ঢাকায় আবহাওয়া বিভাগে পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটির বৈঠকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে মনে করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম। বাংলাদেশি আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে ঘূর্ণির আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জানান, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম আবহাওয়া পূর্বাভাস মডেল। #Short News