Bangla News Dunia , দীনেশ :- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আগামিকাল বুধবার শুরু হচ্ছে দেবীপক্ষ। এদিনই মহালয়া ৷ বাঙালির পুজোর আনন্দের রেশ মহালয়া থেকেই জমতে শুরু করে। এবার এরইমাঝে বঙ্গজুড়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঢেউ চলছে। তবে মা দুর্গার আগমনীর আনন্দ যজ্ঞে রং লাগাতে তিলোত্তমায় পা-রাখছেন প্যারিস অলিম্পিক্সের জোড়া পদকজয়ী মনু ভাকের। শুটার কলকাতায় আসছেন একদিনের ঝটিকা সফরে ৷
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !
একাধিক পুজো উদ্বোধন করবেন প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদকপ্রাপ্ত লক্ষ্যভেদী মনু। আগামী শনিবার অর্থাৎ 5 অক্টোবর কলকাতায় আসছেন ব্রোঞ্জজয়ী । সেদিন বিমানবন্দর থেকে সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে উপস্থিত হবেন তিনি। এই ক্লাবের পুজো উদ্যোক্তা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি জানিয়েছেন, মনু আমাদের পুজো দর্শন করবেন। মনুকে সম্বর্ধনা দেওয়া হবে। তাঁকে দেখে ক্লাবের ফুটবলাররা উৎসাহিতও হবেন। প্রসঙ্গত, কলকাতা মহিলা ফুটবল লিগে নজরকাড়া পারফরম্যান্স শ্রীভূমি স্পোর্টিংয়ের। তাঁরা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে 2024-এর দুর্গোৎসবের সূচনা করেছেন ৷ তিনি এদিন পুজো উদ্বোধন করেননি ৷
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
মনুর পুজোর উদ্বোধন-
- শ্রীভূমি স্পোর্টিং থেকে সেখান থেকে বাইপাসের ধারের একটি হোটেলে যাবেন। সেখানে তিনি শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।
- এরপর মনু যাবেন বারুইপুরের পদ্মপুকুরে। সেখানেও একটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তাঁর ৷
- সেখান থেকে বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায়ের পুজো উদ্বোধনেও যাবেন ৷
উল্লেখ্য, হরিয়ানার ঝজ্জরের শুটার সদ্য়সমাপ্ত হওয়া প্যারিস অলিম্পিক্স 2024-এ 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেন। তিনিই এবার দেশকে প্রথম পদক দেন ৷ পাশাপাশি 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। এই ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিং ৷ তাই দেশের কৃতী কন্য়ার দুর্গাপুজোয় আসা নিয়ে বঙ্গবাসী মুখিয়ে রয়েছেন ৷
#End