পুরোনো ৫ টাকার নোট বা কয়েন থাকলে পেতে পারেন ৫০০০০ টাকা! অনলাইনে কিভাবে নিরাপদে বিক্রয় করবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন আপনি পুরোনো টাকা বিক্রি (Old Coin Sale) করে পেতে পারেন নতুন টাকা। কমবেশি আপনাদের সবার বাড়িতেই অনেক পুরনো কয়েন জমে থাকে। কিন্তু সেগুলি সরাসরি কোন কাজে লাগে না ঠিকই, বছরের পর বছর জমতেই থাকে। এমনই পুরনো কয়েন বিক্রি করে আপনি মোটা টাকার ইনকাম করতে পারবেন। কিন্তু ভাবছেন নিশ্চয়ই যে কিভাবে? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

Old Coin Sale In India

আপনার বাড়িতে নিশ্চয়ই ভারতীয় মুদ্রা (Indian Currency) এক টাকা, দুই টাকার মতো পাঁচ টাকার কয়েন জমা হয়ে রয়েছে। তাই এবার সেগুলির সদব্যবহার করুন। কারণ আপনি পাঁচ টাকার কয়েন বিক্রি করলে রাতারাতি পেয়ে যাবেন মোটা অংকের টাকা। আসলে অনেকেই এটা জানেন না যে এরকম একটা উপায় আছে। যেখানে আপনি বাড়ি বসে মোটা অঙ্কের টাকাও অনায়াসেই রোজগার করতে পারবেন। তাহলে আর কি, আসুন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাঁচ টাকার কয়েন বিক্রি করে ৫০,০০০ টাকা!

বাড়িতে বিশেষ পাঁচ টাকার নোট থাকলে সেটি বিক্রি করে লাভবান হতে পারবেন আপনিও। আর এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম জানা জরুরি। আসলে আরবিআই যদি অনেক সময় কিছু পুরাতন নোট বাতিল করে থাকে, তাহলে সেই সময় আমজনতার অনেকটা অসুবিধা হয়ে যায়। তাই আগের থেকেই আপনার জেনে রাখা জরুরি যে, আপনার কাছে টাকা পুরনো নোট বা কয়েনগুলো আপন কোথায় ও কিভাবে কাজে লাগাবেন। বর্তমানে বাজারে পাঁচ টাকার কয়েন দুই ধরনের কয়েন চলে।

যার মধ্যে একটা মোটা ও ভারী ধাতুর তৈরি আর অপরটি পুরোনো ধরনের পাঁচ টাকার কয়েন (Indian Rupee). একটি পাঁচ টাকার কয়েন দেখতে চকচকে, পাতলা ধরনের হয়। এবার আপনি যদি ভারী ধাতব পাঁচ টাকার কয়েন ব্যাংকে জমা করেন তাহলে আপনাকে নতুন পাঁচ টাকার কয়েন দিয়ে থাকে। তবে যদি আপনার কাছে বিশেষ কয়েন থাকে, তাহলে আপনি সেই কয়েনের বিনিময়ে কোটিপতিও হতে পারবেন। এখন প্রশ্ন হল পুরাতন নোট কিভাবে বিক্রয় করবেন? এবার সেই বিষয়ে জেনে নেওয়া জরুরী।

কিভাবে অনলাইনে পুরনো নোট বা কয়েন বিক্রি করবেন?

  1. পুরোনো নোট বা কয়েন বিক্রি করতে হলে আপনাকে প্রথমে coinbazzar বা IndiaMart-এ লগইন করতে হবে।
  2. এর পরের ধাপে আপনি আপনার নাম এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন।
  3. আর এরপর আপনি যে কয়েন বা নোট বিক্রি করবেন তার একটি ছবি তুলে আপনাকে সেখানে আপলোড করতে হবে
  4. এর পরের ধাপে যারা এই নোট বা কয়েন ক্রয় করবেন তারা সেখানে নিজের থেকেই আপনার দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।
  5. আর আপনার সাথে দরদাম ঠিক হয়ে গেলে সরাসরি আপনি ক্রেতার কাছে এটি বিক্রি করতে পারবেন।

পুরনো কয়েন বিক্রি করে আপনি যেমন ইনকাম করতে পারবেন, ঠিক তেমনই পুরোনো কয়েন বা নোট বিক্রির করার আগে কিছু নিয়ম আপনার জেনে রাখা জরুরি। যেমন-

  1. যখন পুরনো কয়েন বা নোট বিক্রির করবেন, তখন সম্পূর্ণ নিজের দায়িত্বে বিক্রি করবেন। অনলাইনে কিংবা অন্য কোনো পন্থায় কয়েন বিক্রি করার আগে আপনার আর ক্রেতা ছাড়া এই লেনদেনের ব্যাপারে কোন তৃতীয় পক্ষকে দায়িত্ব দেবেন না।
  2. ক্রেতার সামনে সমস্ত দরদাম করে আগে থেকে ঠিক করে নিন দাম আর তারপরে বিক্রয় করুন।
  3. ভারতীয় রিজার্ভ ব্যাংক এই লেনদেনকে মূলত আনুষ্ঠানিকভাবে কোন স্বীকৃতি দেয়নি। এক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আপনার সব সময় সতর্ক থেকে লেনদেন করা উচিত।
  4. যখনই আপনি পুরনো নোট বা কয়েন বিক্রয় করবেন, তার আগে জনপ্রিয় প্লাটফর্মগুলি বেছে নিন যেগুলোতে ভাল লাভ পাওয়ার সম্ভাবনা থাকে।
  5. আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

    আরও পড়ুন:- আর ভয় নেই ক্যানসারে ! রইল বিশিষ্ট চিকিৎসকের মতামত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন