পুলিশের হাতে কামড় দিয়ে দে ছুট অভিযুক্তের, হইচই কৃষ্ণনগর আদালত চত্বরে

By author22

Published on:

dsdsd

Bangla News Dunia , Rajib : আদালতে হাজির করানোর জন্য ডাকাতিতে অভিযুক্তকে নিয়ে আসছিল পুলিশ। মওকা বুঝে পুলিশের হাতে কামড় বসাল ধৃত দুষ্কৃতী। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে দে দৌড় সেই ধৃতের। ঘটনাকে কেন্দ্র করে হইচই কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে। যদিও, শেষরক্ষা হয়নি। কিছুদূর পালিয়ে গেলেও দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া মানিক শীলকে কৃষ্ণনগর জেলা আদালতে নিয়ে আসছিল কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ। আচমকা এক পুলিশ কর্মীর হাতে কামড় দিয়ে পালিয়ে যায় সে। দুষ্কৃতীর পেছনে ধাওয়া করে পুলিশ। কৃষ্ণনগর আদালত চত্বরের অদূরেই তাকে ধরে ফেলে পুলিশ।

কৃষ্ণনগর ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক শতদল দত্ত জানান, ওই অভিযুক্তকে কোর্টে তোলার কথা ছিল। হঠাৎ দেখা যায় এক পুলিশ কর্মীর হাতে কামড় দিয়ে দৌড় লাগিয়েছে। আমাদের কোর্টের আইনজীবীরাও ওকে ধরার চেষ্টা করে। পুলিশ ও আইনজীবীদের তৎপরতায় কিছুটা দূরেই কৃষ্ণনগর সেন্ট্রাল নার্সিংহোমের সামনেই ধরা পড়ে যায়। কোর্টের আইনজীবীরা জানাচ্ছেন, এই ধরণের ঘটনা আগে এই আদালত চত্বরে ঘটেনি।

অভিযুক্তকে ধরার পর এ দিন আদালতে পরে পেশ করে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন করা হয় আদালতে। ঘটনার পর ধৃতের নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ। তবে গোটা ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত, কয়েকমাস আগেই একই ধরণের ঘটনা ঘটে বর্ধমান জেলার কালনা মহকুমা আদালতে। বাসুদেব মণ্ডল নামে এক অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। চুরি, ছিনতাই-সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

author22

মন্তব্য করুন