Bangla News Dunia, দীনেশ :- প্যারালিম্পিক্সে ফের সোনা জিতল ৷ হরবিন্দর সিংয়ের হাত ধরে প্য়ারিসে এল চতুর্থ সোনা ৷ শুধু তাই নয়, প্যারালিম্পিক্স তিরন্দাজিতে দেশকে প্রথম সোনা এনে দিলেন, নজির গড়লেন হরিয়ানার তিরন্দাজ ৷ ফাইনালে একপেশে লড়াইয়ে পোল্যান্ডের লুকাস সিজেককে উড়িয়ে দিলেন তিনি ৷ হরবিন্দর জিতলেন 6-0 ব্যবধানে ৷
প্রথম গেম হরবিন্দর জিতেছেন 28-24 ব্যবধানে ৷ এগিয়ে যাওয়ার পর ফোকাস নড়তে দেননি ৷ দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে নেন 28-27 ও 29-25 ব্যবধানে ৷ তৃতীয় ও শেষ গেমে মারেন দু’টি পারফেক্ট 10 ৷ ক্লিন সুইপ করে পোডিয়ামের শীর্ষে পৌঁছে যান হরবিন্দর ৷
হরবিন্দরের সোনা জয়ের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘প্যারা আর্চারিতে একটি বিশেষ সোনা ! প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে স্বর্ণপদক জেতার জন্য হরবিন্দর সিংকে অভিনন্দন ! তাঁর নির্ভুলতা, ফোকাস এবং অটুট আত্মবিশ্বাস অসামান্য । তাঁর কৃতিত্বে ভারত গর্বিত ।’’
ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য লিখেছেন, ‘‘হরবিন্দর সিং প্যারিস প্যারালিম্পিক্সে প্যারা আর্চারি রিকার্ভ ওপেনে সোনা জিতেছেন ! এটাই প্যারা আর্চারিতে ভারতের প্রথম সোনা ৷ ইতিহাস গড়েছেন হরবিন্দর ৷ দেশে প্যারা-অলিম্পিক্সের খেলাগুলির প্রতি নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ৷’’
এখনও পর্যন্ত এটাই ভারতের সফলতম প্যারালিম্পিক্স ৷ ইতিমধ্যেই 5টি সোনা, 9টি রুপো ও 10টি ব্রোঞ্জ জিতে নিয়েছে ভারত ৷ হরবিন্দরের পর ক্লাব থ্রো ইভেন্টে পোডিয়াম ফিনিশ করে এসেছেন ধরমবীর ও প্রণব সুর্মা ৷