Bangla News Dunia , পল্লব : ফের সিঙ্গুরে বিনিয়োগের পরিকল্পনা করছে টাটা গোষ্ঠী , এমনটাই দাবি। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, সিঙ্গুরে ই-সাইকেলের কারখানা তৈরি করতে পারে টাটা গোষ্ঠী। উল্লেখ্য, এক সময় সিঙ্গুরেই ন্যানো গাড়ি তৈরির জন্যে কারখানা গড়ে তুলেছিল টাটা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের জেরে বাংলা ছাড়তে হয়েছিল টাটা গোষ্ঠীকে। সেই সিঙ্গুরেই নাকি ফের ফিরতে পারে টাটা।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
রিপোর্টে দাবি করা হয়েছে, ভোল্টিক এক্স এবং ভোল্টিক গো মডেলের সাইকেল তৈরির জন্যে সিঙ্গুরে প্ল্যান্ট তৈরির কথা বিবেচনা করছে টাটা। টাটা গোষ্ঠীর মালিকানাধীন স্ট্রাইডার সাইকেল এই দুটি মডেলের ই-সাইকেল তৈরি করতে পারে সিঙ্গুরে। এর আগে ২০০৬ সালে বাংলায় পা রেখেছিল টাটা। তবে ২০০৮ সালে তারা বাংলা ছেড়ে গুজরাটে চলে যায়।
২০০৬ সালে পশ্চিমবঙ্গে ন্যানো কারখানা তৈরির কাজ শুরু করেছিল টাটা। তবে শেষ পর্যন্ত ‘অনিচ্ছুক কৃষক’ এবং তৃণমূলের আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে হয় টাটাদের। যদিও ততদিনে ন্যানো কারখানার অনেকখানি তৈরি হয়ে গিয়েছিল। #Short News