Bangla News Dunia , অমিত : বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২ অক্টোবর। এই সূর্যগ্রহণ সর্বপিতৃ অমাবস্যার তর্পণের সময় হতে চলেছে। সূর্যগ্রহণ কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে। ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিট থেকে ৩ অক্টোবর ভোর ৩টে ১৭ মিনিট পর্যন্ত চলবে। জ্যোতিষ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই সূর্যগ্রহণের প্রভাব ৬টি রাশির ওপর বেশি করে দেখা যাবে। আসুন সেই রাশিদের বিষয়ে জেনে নিই।
কর্কট রাশি
সূর্যগ্রহণের খারাপ প্রভাব এই রাশির ওপর দেখতে পাওয়া যাবে। ব্যবসায় লোকসান অথবা আর্থিক ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ আপনার চিন্তা বাড়াবে। অশান্তি, ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময়।
সিংহ রাশি
এই সময় হওয়া কাজও বিগড়ে যেতে পারে। বাড়িতে আর্থিক সঙ্কট আসবে। টাক-পয়সার মন্দা দেখা দিতে পারে। খরচ বেড়ে যাওয়ায় ব্যাঙ্ক-ব্যালেন্স বিগড়ে যাবে। দাম্পত্যে চিড় ধরতে পারে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
কন্যা রাশি
ব্যবসা-কেরিয়ারে লোকসান হতে পারে। সফলতার জন্য অধিক পরিশ্রম করতে হবে। সন্তানের পক্ষ থেকে আপনার সঙ্গে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
শর্টকাটে রোজগার করেন যাঁরা তাঁদের জন্য সময়টা ভাল যাবে না। দুঃশ্চিন্তা বাড়বে। আর্থিক সঙ্কট প্রবলভাবে দেখা দেবে। সঙ্গীর সঙ্গে অযথা ঝগড়া হতে পারে। মায়ের স্বাস্থ্য ভাল যাবে না।
কুম্ভ রাশি
স্বাস্থ্য সম্পর্কিত চিন্তার কারণে মানসিক অশান্তি হবে। অপ্রয়োজনীয় খরচের সম্মুখীন হবেন। বিনিয়োগ করতে চাইলে ভেবেচিন্তে করুন।
মীন রাশি
অর্থ ঋণ, লেন-দেন থেকে এই সময়টা এড়িয়ে চলুন। ঋণে দেওয়া অর্থ এই সময়ে ফেরত নাও পেতে পারেন। বিয়ে-বিবাহতে বাধা আসতে পারে। সঙ্গীর সঙ্গে ঝগড়া-অশান্তি হতে পারে। শরীর-স্বাস্থ্য ভাল যাবে না।
#End