Bangla News Dunia , দীনেশ :- গণপিটুনি এবং এর জেরে মৃত্যুর বিরাম নেই বাংলাদেশে। এ বার বাংলাদেশে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক শিক্ষকের। ধর্ষণের অভিযোগ এনে খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পরেই খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সেখানের জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলাশাসক মহম্মদ সহিদুজ্জামান।
গত মাসেই গণপিটুনির জেরে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে। মঙ্গলবারও সেখানে একই ঘটনা ঘটেছে। তবে এ বার পিটিয়ে মারা হয়েছে এক শিক্ষককে। পুলিশ এবং খাগড়াছড়ির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন সেখানে পিটিয়ে মারা হয়েছে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের ইন্সট্রাক্টর (বিল্ডিং মেইনটেন্যান্স) এবং বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মহম্মদ সোহেল রানাকে।
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !
ওই স্কুলেরই এক ছাত্রীকে সেই শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে। তার জেরেই ওই শিক্ষকের মৃত্যু হয়। এর পরেই সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খাগড়াছড়ির জেলাশাসক জানান, এই ঘটনার জেরে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করার সঙ্গে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে কারাগারে গিয়েছিলেন সোহেল। সম্প্রতি তিনি ছাড়া পেয়ে আবার কর্মস্থলে যোগ দেন। মঙ্গলবার সকালেই সেখানে রটে যায় যে পাহাড়ি এক মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। টেকনিক্যাল এলাকার বাঙালিরা ওই মহিলাকে তুলে নিয়ে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে রটে যায়। তারপরেই পাহাড়িরা ওই স্কুলে ঢুকে সেই শিক্ষককে পিটিয়ে হত্যা করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, বেশ কিছুদিন ধরেই সোহেল রানাকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা। কয়েক বছর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। ওই ছাত্রী আদালতে এসে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দেয়। তারপরে সোহেল খালাস পেয়ে চাকরিতে যোগদান করেন।
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
এর পরেও তাঁর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করা হয়। এ দিন সেখানের এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সোহেলকে গণপিটুনি দেওয়া হয়। তাতেই তাঁর মৃত্যু হয়। এরপরেই সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা থামাতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সহ কয়েকজন আহত হয়েছেন। গত মাসেই চোর সন্দেহে খাগড়াগাছিতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় অশান্ত হয়ে ওঠে পাহাড়। এর জেরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।
#End