Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল ব্যবস্থায় একের পর এক পরিবর্তন ঘটেই চলেছে। বর্তমান সময়ে ট্রেনে ভ্রমণ করা আর অসহ্যকর নয়। ভারতীয় রেলকে দেশের মেরুদণ্ড বলা হয়ে থাকে। আর সাধেই কিন্তু এই কথা বলা হয় না প্রতিদিন হাজার হাজার ট্রেন এবং লক্ষ লক্ষ মানুষ সেই ট্রেনে সওয়ার হয়ে নিজের গন্তব্যে ছুটে চলেছেন। বাংলার ক্ষেত্রেও তাই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে একের পর এক যেমন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি নসিপুর ব্রিজের উদ্বোধন হয়ে গিয়েছে শুধু তাই নয় শিয়ালদা ডিভিশন থেকে শুরু করে হাওড়া ডিভিশনে বিভিন্ন স্টেশন, রেল লাইনে একের পর এক পরিবর্তন ঘটাচ্ছে কেন্দ্র। তবে এবার রেলের নজরে বাংলার এমন এক রেল রুট রয়েছে যার চালু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দাবি জানিয়ে আসছেন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সেই রুটের নাম কী? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
কবে চালু হবে রেল রুট?
এমনিতে বর্তমান সময় যাত্রীদের সুবিধার্থে একের পর এক ট্রেন থেকে শুরু করেন নতুন নতুন রেললাইন, রেল স্টেশনগুলিতে সংস্করণ ঘটানো হচ্ছে। যদিও আজ কথা হচ্ছে মশাগ্রাম থেকে হাওড়া রেলপথ নিয়ে। বিগত কয়েক বছর ধরে এই বিষের রেল পথটি চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ কবে এই রেল পথটি চালু হবে তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যা বললেন তা শুনে আপনারও মন ভালো হয়ে যেতে পারে। সম্প্রতি এই পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে যান বিষ্ণুপুরের সাংসদ। এরপরই তিনি যা ইঙ্গিত দিয়েছেন তাতে করে বাঁকুড়া ও পুরুলিয়ার সাধারণ মানুষজন এবার অনায়াসেই হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন, তাও কিনা আবার একটা ট্রেনে করেই, হ্যাঁ ঠিকই শুনেছেন।
এবার এক ট্রেনেই পুরুলিয়া, বাঁকুড়া থেকে হাওড়া
দীর্ঘদিন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে হাওড়া রেল স্টেশনে আসার মতো সরাসরি কোনও ট্রেন না থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বারবারই ব্রেক জার্নি করে আসতে হয়েছে সকলকে। তবে এবার সেই সকল অপেক্ষার অবসান ঘটবে। জানা গিয়েছে, বাঁকুড়া-মশাগ্রাম রেললাইনকে বর্তমানে বর্ধমানের কর্ডলাইনের সঙ্গে সংযুক্ত করার কাজ প্রায় শেষের পথে। যে কারণে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই নতুন রেলপথ চালু হতে পারে বলে জানালেন সাংসদ সৌমিত্র খাঁ। এদিকে সাধারণ মানুষের এহেন কথা শুনে বেজায় খুশি সাধারণ মানুষজন।
বড় দাবি সাংসদের
গত মঙ্গলবার মশাগ্রাম বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ পরিদর্শন করতে হাজির হন সাংসদ সৌমিত্র খাঁ। এরপর কাজের গতি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র বলেন, ‘সব কিছু ঠিক থাকলেই চলতি মাসের ২০ তারিখের মধ্যেই মশাগ্রামের সঙ্গে বাঁকুড়া রেল সংযোগের উদ্বোধন হয়ে যাবে।’
তিনি আরও জানান, ‘সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রেললাইনের। আমরা বারংবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার ফলস্বরূপ আজ রেললাইন সংযুক্তিকরণের কাজ প্রায় শেষের পথে।’ বিগত কয়েক বছর ধরে বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম রেললাইন সংযুক্তিকরণের দাবি ছিল রেল যাত্রীদের। এবার সকলের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও
#End