Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্প নিয়ে দারুণ খবর পাওয়া গেল রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (PM Awas Yojana) মাধ্যমে দেশের দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবার মাথার উপর ছাদ পেয়েছেন। যে সমস্ত পরিবার গুলোর মাথার ওপর কোন ছাদ ছিল না, তাদের বাড়ি তৈরি করে দেওয়ার প্রচেষ্টা করাই এই প্রকল্পের (Government Scheme) প্রধান লক্ষ্য।
Bangla Awas Yojana Helpline
ইতিমধ্যে অনেকেই অভিযোগ করছেন, আবাস যোজনা প্রকল্পের আবেদন করে নাম নথিভুক্ত হওয়ার পরেও ঠিকভাবে টাকা আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে? আবেদনপত্র গৃহীত হয়ে যাওয়ার পরেও বাড়ি পরিদর্শনের কোন সার্ভে করা হচ্ছে না? আবার অনেকে বলছে আবেদন করার পরেও প্যানেলে তাদের নাম নেই! এই সমস্ত অভিযোগ তুলছেন অনেক ব্যক্তি কিন্তু কিভাবে এই অভিযোগ কোথায় জানাবেন তা বুঝে উঠতে পারছেন না কেউ (Bangla Awas Yojana).
আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি
বাংলা আবাস যোজনা হেল্পলাইন
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবারকে যুক্ত করা হয়েছিল তাদের মধ্যে অনেকের থেকে এই টাকা নিয়ে কারচুপি করার খবর দিয়েছে কেন্দ্র। সেই জন্য আপাতত এই পিএম আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া বন্ধ (Bangla Awas Yojana). এই ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ একাধিকবার অভিযোগ জানালেও কোন সুরাহা মেলেনি।
এমন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি রাজ্যের কোষাগার থেকে টাকা বরাদ্দ করবেন রাজ্যের মানুষদের জন্য। সেই জন্য Bangla Awas Yojana প্রকল্পে নাম নথিভুক্ত করার কথা জানিয়েছেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি না ঢোকে, তাহলে আপনি প্রথমে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে একটি সাদা কাগজে অভিযোগ লিখে জমা করতে পারেন তাতেও যদি আপনার কাজ না হয় তাহলে আপনাকে যেতে হবে বিডিও অফিসে।
বিডিও অফিসে সাদা কাগজে অভিযোগ লিখে জমা দিতে হবে (Bangla Awas Yojana). আপনি অন্যত্র একটি উপায় অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে হবে। এমন অনেক ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন যে প্যানেলে নাম থাকার পরেও তাদের বাড়িতে সরকারি আধিকারিকরা পরিদর্শন করতে আসেনি।
আপনাকে তাহলে ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরও যদি কোন সরকারি আধিকারিক আপনার বাড়ি পরিদর্শনে না আসে, সেক্ষেত্রে আপনাকে সাদা কাগজে অভিযোগ জানিয়ে বিডিও অফিসে জমা দিতে হবে। নতুবা আপনাকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে হবে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) সার্ভে করতে না আসলে।
যেকোনো অভিযোগ জানাতে হলেই একটা অভিযোগ পত্র লিখতে হয়। যদি আপনি এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য হন এবং তারপরও যদি আপনার নাম কেটে দেওয়া হয় তাহলে আপনাকে প্রথমে পঞ্চায়েত অফিসে গিয়ে এই ব্যাপারটি জানাতে হবে, তাঁরা যদি বলে বিডিও অফিসে দরখাস্ত জমা করতে তাহলে আপনাকে সাদা কাগজে অভিযোগ জানিয়ে দরখাস্ত দিতে হবে।
নয়তো আপনি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করেও আপনার অভিযোগ জানাতে পারেন। আপনাদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর এখানে দিয়ে দেওয়া হলো। যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারটি ৯১৩৭০৯১৩৭০। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন এবং তার পরে একাধিক অসুবিধার সম্মুখীন হয়েছেন।
তাঁরা তাদের অসুবিধার ধরন অনুযায়ী আলাদাভাবে অভিযোগ পত্র জানিয়ে বিডিও অফিসে জমা করুন। নয়তো এই হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানান। তবে আপনি ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে তারপরেই অভিযোগ পত্র জমা করুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ছাড়াও Bangla Awas Yojana যারা নাম নথিভুক্ত করেছেন তারা এখনো পর্যন্ত ঠিকভাবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার গুলোর মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার জন্য পরিবার কিছু ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করেছেন। যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, তাদের জন্য এই দ্বিতীয় সুবিধা Bangla Awas Yojana প্রকল্পে নাম নথিভুক্ত করা।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
ITBP Constable Vacancy 2024: ASI, HC And Constable পদে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/TYQiAWafD2
— Daily Khabor Bangla (@daily_khabor) October 29, 2024
রাজ্যের জেলা হাসপাতালে DEO কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/1PKKXEOYiE
— Daily Khabor Bangla (@daily_khabor) October 29, 2024
NSCL Recruitment 2024: মোট শূন্য পদ সংখ্যা ১৮৮ টি, দেখে নিন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/B8xFy8d05H
— Daily Khabor Bangla (@daily_khabor) October 29, 2024
WBPSC Clerkship Admit Card 2024: জেনে নিন পরীক্ষার তারিখ এবং এডমিট কার্ড ডাউনলোডের তারিখ👇🏻https://t.co/0l6N9OZ3fX
— Daily Khabor Bangla (@daily_khabor) October 29, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি