Bangla News Dunia, Sumi : দেশের বাজারে ইতিমধ্যেই বাজাজের একাধিক দুই চাকার গাড়ি বিপুল জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে, শুধুমাত্র জ্বালানি তেলে চালিত মোটরসাইকেলই নয়, সম্প্রতি বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রেও ভালো সাফল্যের দেখা পেয়েছে সংস্থাটি। আশির দশকে দেশের গাড়ির বাজারের অন্যতম সেরা আকর্ষণ ছিল চেতক স্কুটার। 2020 সালে চেতক স্কুটারটির নয়া বৈদ্যুতিক সংস্করণ প্রকাশ্যে নিয়ে এসেছে সংস্থাটি। লঞ্চের পর থেকেই একটি বড় অংশের গ্রাহকদের মন জয় করে নিয়েছে এই স্কুটারটি। হয়ে উঠেছে দেশের বাজারের অন্যতম সেরা ই-স্কুটার। তবে, গ্রাহকদের জন্য এবার আরও একটি চমক নিয়ে এল সংস্থাটি। সম্প্রতি চেতকের একটি নয়া সংস্করণ লঞ্চ করা হয়েছে কোম্পানিটির তরফে।
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বাজাজ অটোর পক্ষ থেকে দেশের বাজারে চেতক ইলেকট্রিক স্কুটারের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ভ্যারিয়েন্টটির নাম দেওয়া হয়েছে Chetak Blue 3202 । চেতক ই-স্কুটারের এই নয়া সংস্করণটির দাম করা হয়েছে 1.15 লক্ষ টাকা (এক্স শোরুম)। এটির দাম চেতক ব্লু 3201 স্পেশাল এডিশনের তুলনায় প্রায় 14,000 টাকা কম। আগামী সপ্তাহ থেকে স্কুটারটি দেশের জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে।
নতুন চেতক ব্লু 3202 ভ্যারিয়েন্টটির ক্ষেত্রে গ্রাহকরা চার ধরনের রঙের বিকল্পের সুবিধা পাবেন। এই রঙগুলি হল ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট, ইন্ডিগো মেটালিক এনং ম্যাট কোর্স গ্রে। ইতিমধ্যেই স্কুটারটির অগ্রিম বুকিং গ্রহণ করাও শুরু করে দিয়েছে বাজাজ। 2,000 টাকার টোকেন মূল্য প্রদান করার মাধ্যমে চেতকের অফিশিয়াল ওয়েবসাইটে এই ই-স্কুটারটির বুকিং করা সম্ভব। স্যান্ডার্ড বাজাজ চেতক ট্রিমটিতে আর্বান ও প্রিমিয়াম নামক দুই ধরনের ভ্যারিয়েন্টের সুবিধা পাওয়া যায়।
বাজাজ চেতক ব্লু 3202 –এর নতুন ফিচার
চেতক ব্লু 3202 ভ্যারিয়েন্টটিতেও প্রিমিয়াম ভ্যারিয়েন্টের মত একই 3.2 kWh ব্যাটারি প্যাক প্রদান করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সিঙ্গল চার্জে 137 কিলোমিটারের উচ্চতর রেঞ্জের সুবিধা পাওয়া যাবে। মজার বিষয় হল চেতক প্রিমিয়ামের দাম 1.47 লক্ষ টাকা এবং এটি সিঙ্গল চার্জে 126 কিলোমিটার রেঞ্জ অফার করে। নয়া ব্যাটারি সেলের কারণে স্কুটারটির এই ভ্যারিয়েন্টটি দুর্দান্ত রেঞ্জ অফার করছে।