বাড়ি-অফিসে ED হানা প্রসঙ্গে মুখ খুললেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

By author22

Published on:

FDBDF

Bangla News Dunia , Rajib : শুক্রবার সাতসকালে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়ি এবং অফিসে হানা দেয় ইডি। সূত্রের খবর, অবৈধভাবে অর্থ পাচার মামলায় এই তল্লাশি চালানো হয়। এই মামলার সঙ্গে পর্নগ্রাফি তৈরি এবং তা মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার যোগ রয়েছে বলে ইডি-র একটি সূত্রের অভিযোগ।

সেই বিষয়ে এরপর মুখ খোলেন রাজ কুন্দ্রা নিজেই। বিবৃতি জারি করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘মিডিয়ার যদিও নাটকীয় প্রেক্ষাপট তৈরির ক্ষমতা প্রবল, তবে সরাসরি কিছু কথা বলি: গত ৪ বছর ধরে যে তদন্ত প্রক্রিয়া চলছে তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি আমি। এছাড়া ‘সহকারী’, ‘পর্নগ্রাফি’ ও ‘আর্থিক তছরুপ’-এর যে অভিযোগগুলো উঠেছে, সেই বিষয়ে বলি, যতই গুঞ্জন ছড়ানো হোক তাতে সত্যিটা ঢাকবে না, শেষ পর্যন্ত সঠিক বিচার হবে।’

তবে এখানেই থামেননি তিনি। এর পর মিডিয়ার উদ্দেশে আলাদা করে অভিনেত্রীর স্বামী লেখেন, ‘প্রতি বার প্রয়োজন না থাকতেও সবকিছুতে আমার স্ত্রীয়ের নাম টেনে আনাটা একেবারেই গ্রহণযোগ্য নয়। দয়া করে সীমানা মাথায় রাখুন!’

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী। প্রায় দু’মাস পর জামিন পেয়েছিলেন তিনি। সেই সময় রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেআইনিভাবে পর্নগ্রাফি তৈরির অভিযোগ উঠেছিল। পরে নতুন করে অন্য একটি অবৈধভাবে অর্থ পাচার মামলায় ইডির তদন্তে নাম উঠে এসেছিল এই শিল্পপতির। বিটকয়েনের মাধ্যমে মোটা অঙ্কের টাকা তোলার অভিযোগে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। ঘটনার তদন্তে অজয় ভরদ্বাজ নামক এক ব্যবসায়ীর নামও উঠে আসে।

author22

মন্তব্য করুন