Bangla News Dunia , পল্লব : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারন করছে। তারমধ্যে তেলের সংকটের ফলে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে বিশ্বজুড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ইরান ও ইজরায়েল দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর আবেদন জানিয়েছে ভারত। বুধবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, “পশ্চিম এশিয়ায় নিরাপত্তার সংকট নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযমে থাকার অনুরোধ করছি। এই সংঘাত যেন বিস্তৃর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের অনুরোধ সমস্ত সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।”
গতকাল মঙ্গলবার রাতে ইরজরায়ের ওপর ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় সেই উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ওপর পাল্টা হামলা হানতে ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। ইরানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য সতর্কতা জারি করল বিদেশমন্ত্রক। বুধবার ট্যুইট মারফত জানানো হয়েছে, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। #Short News