Bangla News Dunia , অমিত : ভারতের কাছে ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা ইসলামি ধর্ম প্রচারক জাকির নায়েককে (Zakir Naik) রেড কার্পেটে স্বাগত জানাল পাকিস্তান (Pakistan)। দীর্ঘদিন ধরে জাকির নায়েককে খুঁজছে ইডি (ED) ও এনআইএ’র (NIA) মতো কেন্দ্রীয় সংস্থা। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে থাকার মতো অসংখ্য অভিযোগ রয়েছে। সেই জাকির নায়েককে অভ্যর্থনা জানাতে আয়োজনের কোনও খামতি রাখল না পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার। সোমবার প্রায় এক মাসের সফরে পাকিস্তান সফরে গিয়েছেন জাকির। রীতিমতো রেড কার্পেটে বরণ করে নেওয়া হল তাঁকে। জাকিরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখা যায় পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
জানা গিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে ভাষণ দিতে পাকিস্তানের একাধিক শহরে সফর করবেন জাকির। ইসলামাবাদ থেকে শুরু হওয়া এই সফর চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এই সফরে করাচি, লাহোর ও ইসলামাবাদে একাধিক ধর্মীয় জলসায় যোগ দেবেন তিনি। সূত্রের খবর, পাকিস্তানে জাকিরকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউথ প্রোগ্রামের চেয়ারম্যান রানা মাসুদ, ধর্ম বিষয়ক মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি সৈয়দ আত্তাউর রহমান ও ধর্ম বিষয়ক মন্ত্রকের পার্লামেন্ট সেক্রেটারি সামসের আলি মাজারি সহ আরও বহু আধিকারিক। গতকাল তিনি সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশক দারের সঙ্গে।
প্রসঙ্গত, জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় রয়েছেন। ২০২০ সাল থেকে ভারতে তাঁর ভাষণ দেওয়া নিষিদ্ধ করা হয়। ‘জাতীয় নিরাপত্তা’র স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। তার আগে ২০১৫ সালে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছিল। মালেশিয়ায় পলাতক জাকিরকে ভারতে ফেরাতে সরকারের তরফে প্রত্যর্পণের আবেদন জানানো হলেও সেই আবেদনকে গুরুত্ব দেয়নি মালেশিয়া সরকার।