Bangla News Dunia , পল্লব : নির্বাচনী মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ! যদিও কিছুক্ষণ পর নিজেকে সামলে নেন প্রবীণ এই রাজনীতিক। নিজের মন্তব্যে বুঝিয়ে এত সহজে কাহিল হওয়ার মানুষ তিনি নন ! ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন চলছে। সেই উপলক্ষেই রবিবার নির্বাচনী প্রচারে যোগ দেন খাড়গে। জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার জসরোটায় জনসভা করেন তিনি।
সভামঞ্চে খাড়গে যখন বক্তৃতা করছিলেন, সেই সময়ে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। পরে অবশ্য দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, তাদের সভাপতি ভালো আছেন, স্থিতিশীল রয়েছেন।
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
কাঠুয়া জেলাতেই সন্ত্রাসবাদী হামলার বলি হয়েছিলেন পুলিশের এক হেড কনস্টেবল। সেই হামলায় অন্য দুই পুলিশকর্মী জখমও হন। যদিও হামলার পালটা জবাব দিয়ে ওই জঙ্গিকেও নিকেশ করে পুলিশবাহিনী।
পরবর্তীতে সংবাদ সংস্থা পিটিআই-কে কংগ্রেস নেতা গুলাম আমহমেদ মীর বলেন, ‘সভা চলাকালীন ওঁর অস্বস্তি বোধ হচ্ছিল এবং সেই সঙ্গে মাথাও ঘুরছিল। দলের অন্যরা সেই সময় ওঁর দিকে চেয়ার এগিয়ে দেন।’ #Short News
আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !