Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশে যত সময় হয়েছে ততই যেন জাল নোটের ব্যবসার রমরমা ততই যেন চোখে পড়ছে। সাম্প্রতিক সময় জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কয়েকশো কোটি টাকার জাল নোট উদ্ধার করেছিল পুলিশ। তবে এবার যা হলো তা দেখে চমকে গিয়েছে সকলেই। পুলিশ থেকে শুরু করে গোটা বিনোদন মহল যেন রীতিমতো চমকে গিয়েছে। এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে এর সঙ্গে বিনোদন জগতের কী যোগ রয়েছে? জানলে চমকে উঠবেন, গান্ধীর ছবি দেওয়া নয়, বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খেরের ছবি চাপানো বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও
কী ঘটেছে?
জানা গিয়েছে, অভিনেতা অনুপম খেরের ছবি জাল নোটে ব্যবহার করে আহমেদাবাদের একটি সোনার সংস্থার মালিককে ১.৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সামাজিক মাধ্যমে ৫০০ টাকার বেশ কিছু ছবি তীব্র গতিতে ভাইরাল হচ্ছে যে ছবিগুলিতে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধীর বদলে সেখানে রয়েছে অনুপম খেরের মুখ। আর এই ছবি ভাইরাল হতেই সর্বত্রই তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
জাল নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা রয়েছে রেসোল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আহমেদাবাদের মানেক চক এলাকায় একটি সোনার দোকানের মালিক মেহুল ঠক্কর। কিছু লোক সোনা কেনার নাম করে ১.৬০ কোটি টাকা প্রতারণা করে এবং ২ কেজি ১০০ গ্রাম সোনা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এক রিপোর্ট অনুযায়ী, দুই অভিযুক্ত সোনা ব্যবসায়ীর কোম্পানির কাছ থেকে ২১০০ গ্রাম সোনা কেনার ইচ্ছা প্রকাশ করেছিল। অভিযুক্ত জানায় যে সোনাটি নাভরাঙ্গপুরা এলাকার একটি কুরিয়ার সংস্থার কাছে পৌঁছে দিতে হবে। এরপরই সোনা নিয়ে ঠিকানায় পৌঁছে যান সোনা ব্যবসায়ীর কর্মীরা। এরপর সোনা নিয়ে অভিযুক্তরা কয়েক কোটি টাকার বান্ডিল কর্মীদের হাতে ধরিয়ে দেয়। টাকাগুলো একটি প্লাস্টিক কভারে ছিলো এবং তাঁরা জানায় যে এতে ১.৩ কোটি টাকা রয়েছে।
টাকা গুনতে গিয়ে চোখ কপালে কর্মীদের
এদিকে টাকা গুনতে গিয়ে রীতিমতো সকলের চোখ কপালে উঠে যায়। কর্মচারীরা জানান যে দুই অভিযুক্ত তাদেরকে টাকা গুলি মেশিনে গুনে নিতে বলেন এবং আরো বাকি ৩০ লক্ষ টাকা যোগাড় করতে যাচ্ছেন বলে দুজনে চম্পট দেয়। এরপরই প্লাস্টিকের কাভার খুলতেই টাকা দেখতে সকলের চোখ কপালে উঠে যায়। তারা বুঝতে পারেন এটা পুরোটাই জাল নোট। দেখেন, গান্ধীর বদলে অনুপম খেরের ছবি। এর পরেই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
लो जी कर लो बात! 😳😳😳
पाँच सौ के नोट पर गांधी जी की फ़ोटो की जगह मेरी फ़ोटो???? कुछ भी हो सकता है! 😳😳😳 pic.twitter.com/zZtnzFz34I— Anupam Kher (@AnupamPKher) September 29, 2024
অভিনেতার প্রতিক্রিয়া
এদিকে এই ঘটনায় অবাক হয়েছে গিয়েছেন খোদ অভিনেতাও। প্রবীণ অভিনেতা অনুপম খের এক্স-এ লেখেন, “পাঁচশো টাকার নোটে গান্ধীর ছবির পরিবর্তে আমার ছবি???? এখন সবকিছুই হতে পারে।”
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
#End