Bangla News Dunia , দীনেশ :- ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কুপিয়ে খুন করল সিভিক ভলেন্টিয়ার । অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম সুকান্ত বিশ্বাস ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার উত্তরপাড়া এলাকায় ৷ যদিও জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারকে দু’বছর আগেই কাজ থেকে বরখাস্ত করা হয় ৷
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !
জানা গিয়েছে, ওই সিভিক ভলেন্টিয়ার মানসিক ভারসাম্যহীন ছিল । খানিক মানসিক ভারসাম্যহীন থাকলেও বেশ কয়েকবছর আগেই সিভিক ভলেন্টিয়ারের কাজ পায় সে । তারপরে পরিবারের তরফে কলকাতা থেকে শুরু করে একাধিক জায়গায় চিকিৎসা করানো হয় । ওষুধের মাধ্যমে কিছুটা ঠিক থাকলেও পুরোপুরি সুস্থ হয়নি সে ।
জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ার থাকাকালীন মাঝেমধ্যেই বেশ কিছু অপ্রাসঙ্গিক কাজও করে ফেলছিল ওই যুবক । এই কারণেই দু’বছর আগে খোঁজখবর নিয়ে প্রশাসনের তরফে থাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় । এরপর মানসিক অসুস্থতা আরও বেড়ে যায় । জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে মায়ের ওপর চড়াও হয় সে । এলোপাথারি কোপাতে থাকে । রক্তাক্ত অবস্থায় মা’কে ভীমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
ওই সিভিক ভলেন্টিয়ারের মায়ের নাম যমুনা বিশ্বাস (54) । ঘটনার পর ভীমপুর থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু হয়েছে । অন্যদিকে মৃতের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্ত সুকান্তকে গ্রেফতার করুক পুলিশ । পরিবারের আশঙ্কা, যুবক যেহেতু মানসিক ভারসাম্যহীন, সেকারণে আরও প্রাণহানীর ঘটনা ঘটতে পারে । ফলে তাঁরা চাইছেন, সরকার তার চিকিৎসার ব্যবস্থা করুক ।
#End