Bangla News Dunia , অমিত : বিহারের বন্যা (Bihar flood) বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার কপ্টার (IAF Helicopter)। জানা গিয়েছে, আচমকাই মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হেলিকপ্টারটিতে। তারপর সেটিকে বন্যা প্লাবিত এলাকাতেই জরুরি অবতরণ (Emergency landing) করানো হয়। যদিও পাইলটের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন কপ্টারে থাকা সকলে।
সূত্রের খবর, বুধবার সকালে বিহারের বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য দ্বারভাঙার বায়ুসেনা ঘাঁটি থেকে হেলিকপ্টারটি রওনা দিয়েছিল। দু’জন আধিকারিক সহ মোট চার বায়ুসেনা কর্মী ছিলেন সেটিতে। কিন্তু মুজঃফরপুরের (Muzaffarpur) নয়া গাঁও এলাকা দিয়ে যাওয়ার সময়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কপ্টারটিতে। কোনও উপায় না পেয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। শেষ পর্যন্ত জমা জলেই অবতরণ করে কপ্টারটি। তারপর স্থানীয়রাই গিয়ে কপ্টার থেকে তাঁদেরকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিহারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানান, কপ্টারটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। তবে পাইলটের উপস্থিত বুদ্ধির কারণেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করান পাইলট। তবে জল কম রয়েছে এমন জায়গা দেখেই অবতরণ করানো হয়।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
প্রসঙ্গত, নেপালে প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিহারে। জলে ডুবে গিয়েছে ২৭০টিরও বেশি গ্রাম। প্রশাসন সূত্রে খবর, বিহারের ৩৮টি জেলার মধ্যে ১৯টি জেলা বন্যার কবলে পড়েছে। বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ লক্ষেরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলির মধ্যে রয়েছে পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, আরারিয়া, সুপল, কাটিহার, পূর্ণিয়া সহ আরও কয়েকটি জেলা।
#End