Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাসের শুরুতেই জ্বালানি তেলের রেট নিয়ে সুখবর পেলাম দেশবাসী। আজ ১ অক্টোবর অর্থাৎ মাসের প্রথম দিন। অথচ মাসের প্রথম দিন হোক বা শেষের দিক পেট্রোল, ডিজেলের দাম নিয়ে সকলেরই মাথাব্যথা থাকে বিশেষ করে যাদের কাছে চার চাকা বা দু’চাকা গাড়ি রয়েছে তারাই জানেন আসলে পেট্রোল ও ডিজেলের মাহাত্ম্য ঠিক কতটা। বিগত কিছু সময় ধরে তেলের দাম কমার বদলে হু হু করে বেড়েই চলেছে। যে কারণে মহা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে আজ সকাল সকাল কিছুটা হলেও সুখবর পেয়েছেন সাধারণ দেশবাসী। আর এই সুখবর পেয়ে রীতিমতো খুশিতে ডগমগ হয়ে গিয়েছেন সকলে। এখন আপনি নিশ্চয়ই হচ্ছেন যে তেলের দাম নিয়ে কি সুখবর এসেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
সস্তা হল তেল
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম কমেছে ৭১ ডলার। আজ ১ অক্টোবর মঙ্গলবার ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল ৬৮.২০ ডলারে এবং ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৭১.৭৭ ডলারে মিলছে। এদিকে প্রতিদিনের মতো এবারও পেট্রোল-ডিজেলের দাম প্রকাশ করেছে সরকারি তেল সংস্থা। যদিও পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। তাহলে চলো না দেরি না করে জেনে নেওয়া যাক আপনার শহরে মঙ্গলবারে পেট্রোল ও ডিজেলের দাম কততে যাচ্ছে।
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লিতে পেট্রোলের দাম ৯৪. ৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭. ৬২ টাকা। মুম্বইতে প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪. ২১ টাকা এবং ৯২. ১৫ টাকা। কলকাতায় পেট্রোল ১০৪. ৯৫ এবং ডিজেল ৯১. ৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোল ১০০. ৭৫ ও ডিজেল ৯২. ৩৪ টাকা। মঙ্গলবার বেঙ্গালুরুতে পেট্রোল ১০২. ৮৪ টাকা। এছাড়া বেঙ্গালুরুতে ডিজেলের দাম ৮৮. ৯৫ টাকা।
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের রেট
এবার জেনে নেওয়া যাক দেশের বাদবাকি শহরে কত টাকায় মিলছে তেল। আন্দামান ও নিকোবরে পেট্রোল ও ডিজেল মিলছে যথাক্রমে ৮২.৪২ ও ৭৮.০১ টাকা।
অন্ধ্রপ্রদেশে পেট্রোল ১০৮. ২৯ ও ডিজেল ৯৬. ১৭ টাকা।
অরুণাচল প্রদেশে পেট্রোল ৯০. ৯২ টাকা ও ডিজেল ৮০. ৪৪ টাকা।
আসামে পেট্রোল ৯৭. ১৪ টাকা ও ডিজেল ৮৯. ৩৮ টাকা।
বিহারে পেট্রোলের দাম ১০৫. ১৮ টাকা ও ডিজেলের দাম ৯২. ০৪ টাকা।
চণ্ডীগড়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪. ২৪ টাকা ও ৮২. ০৫ টাকা।
ছত্তিশগড়ে পেট্রোলের দাম ১০০. ৩৯ টাকা ও ডিজেলের দাম ৯৩. ৩৩ টাকা।
দাদরা ও নগর হাভেলিতে পেট্রোল ৯২. ৫১ টাকা ও ডিজেল ৮৮ টাকা।
দমন ও দিউতে পেট্রোল ৯২. ৩২ টাকা, ডিজেল ৮৭. ৮১ টাকা।
গোয়াতে পেট্রোলের দাম ৯৬. ৫২ ও ডিজেলের দাম ৮৮. ২৯ টাকা।
গুজরাটে পেট্রোল ৯৪. ৭১ ও ডিজেলের দাম ৯০. ৩৯ টাকা।
হরিয়ানায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪. ২৪ এবং ৮২. ৪ টাকা।
হিমাচল প্রদেশে পেট্রোলের দাম ৯৫. ৮৯ ও ডিজেলের দাম ৮৭. ৯৩ টাকা।
জম্মু ও কাশ্মীরে পেট্রোল ৯৯. ২৮ ও ডিজেল ৮৪. ৬১ টাকা।
ঝাড়খণ্ড- পেট্রোল ৯৭. ৮১ ও ডিজেল ৯২. ৫৬ টাকা।
কর্ণাটকে পেট্রোল ১০২. ৮৬ টাকা ও ডিজেল ৮. ৯৪ টাকা।
কেরালায় পেট্রোলের দাম ১০৭. ৫৬ টাকা ও ডিজেল ৯৬. ৪৩ টাকা।
মধ্যপ্রদেশে পেট্রোল ১০৬. ৪৭ টাকা ও ডিজেল ৯১. ৮৪ টাকা।
মহারাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৩. ৪৪ টাকা ও ৮৯. ৯৭ টাকা।
মণিপুরে পেট্রোলের দাম ৯৯. ১৩ টাকা ও ডিজেলের দাম ৮৫. ২১ টাকা।
মেঘালয়তে পেট্রোলের দাম ৯৬. ৩৪ টাকা ও ডিজেলের দাম ৮৭. ১১ টাকা।
মিজোরামে পেট্রোল ৯৩. ৯৩ টাকা ও ডিজেল ৮০. ৪৬ টাকা।
নাগাল্যান্ড-এ তেলের দাম ৯৭. ৭ টাকা ও ৮৮. ৮১ টাকা।
ওড়িশায় পেট্রোলের দাম ১০১. ০৬ টাকা ও ডিজেলের দাম ৯২. ৬৪ টাকা।
পুদুচেরিতে পেট্রোলের দাম ৯৪. ৩৪ টাকা ও ডিজেলের মূল্য ৮৪. ৫৫ টাকা।
পাঞ্জাবে পেট্রোলের দাম ৯৪. ২৪ টাকা ও ডিজেল ৮২. ৪ টাকা।
রাজস্থানে পেট্রোল ১০৪. ৮৮ টাকা ও ডিজেলের দাম ৯০. ৩৬ টাকা।
সিকিমে পেট্রোলের দাম ১০১. ৫ টাকা ও ডিজেল ৮৮. ৮ টাকা।
তামিলনাড়ুতে পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ১০০. ৭৫ টাকা ও ডিজেল ৯২. ৩৪ টাকা।
তেলেঙ্গানায় পেট্রোল ১০৭. ৪১ টাকা ও ডিজেল ৯৫. ৬৫ টাকা।
ত্রিপুরায় পেট্রোল ৯৭. ৪৭ টাকা ও ডিজেল ৮৬. ৫ টাকা।
উত্তরপ্রদেশে পেট্রোলের দাম ৯৪. ৫৬ টাকা ও ডিজেল ৮৭. ৬৬ টাকা।
উত্তরাখণ্ড-এ পেট্রোল ৯৩. ৪৫ টাকা ও ডিজেল ৮৮. ৩২ টাকা।
SMS -এর মাধ্যমে জানুন রেট
এবার আপনি ঘরে বসেই শুধুমাত্র এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারবেন তেলের রেট সম্পর্কে। ইন্ডিয়ান অয়েল কোম্পানির এসএমএস নম্বর মেসেজ করেই জেনে নিতে পারেন পেট্রোল ও ডিজেলের দাম। এর জন্য আপনাকে পেট্রোল পাম্পের আরএসপি এবং পেট্রোল পাম্পের ডিলার কোড লিখে ইন্ডিয়ান অয়েলের 9224992249 নম্বরে লিখে একটি মেসেজ পাঠাতে হবে।
#End