Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন মাস পড়তে না পড়তেই নানা পরিবর্তন হতে দেখা যায়। যার মধ্যে অন্যতম হল রান্নার গ্যাস। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। বাদ যায়নি এবারেও। তাইতো অক্টোবর মাস পড়তে না পড়তেই রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হল। অর্থাৎ উৎসবের মরশুমে আজ থেকেই নতুন দাম লাগু হতে চলেছে। তাই আজ থেকেই যে সকল গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং বা ডেলিভারি পাবেন তাদের নতুন রেট অনুযায়ী দাম দিতে হবে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
জানা গিয়েছে, দুর্গাপুজোর মুখে কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে LPG রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। কলকাতায় প্রতিটি গ্যাস গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ৪৮ টাকা বেড়ে গিয়েছে। তেমনই দিল্লি, মুম্বই-সহ দেশের অন্যান্য প্রান্তেও LPG রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। তবে স্বস্তির বিষয় হল এই দাম বৃদ্ধি শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ঘরোয়াভাবে ব্যবহৃত ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
একধাক্কায় ৪৮ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৫০.৫ টাকা। যেটি কিনা গতমাসে অর্থাৎ সেপ্টেম্বরে ছিল ১,৮০২.৫ টাকা। সেটি প্রায় ৪৮ টাকা বেড়ে গিয়েছে। দিল্লিতে প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাস থেকে ৪৮.৫ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৭৪০ টাকা। দেশের অপর দুটি মেট্রো শহর মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা। দাম বৃদ্ধির পর মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার এর দাম হয়েছে ১,৬৯২.৫ টাকা। আর চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১,৯০৩ টাকা।
প্রসঙ্গত দাম বৃদ্ধির আবহে কিছুটা স্বস্তিতে রয়েছে অপর শ্রেণীর গ্রাহকরা। গত মার্চ থেকেই ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার এর দাম ৮২৯ টাকা হয়ে এসেছে। এর মাঝে কোনো দাম পরিবর্তন হয়নি। অন্যদিকে যাঁরা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা আরও কম টাকায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। এছাড়াও দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
#End