Bangla News Dunia , অমিত : আরজি করে (RG Kar Case) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ফের নিজেদের হেপাজতে চায় সিবিআই। সোমবার এ নিয়ে তারা শিয়ালদা আদালতে আবেদন জানাতে পারে। ধৃত দু’জনকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হবে বলে খবর।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
সিবিআই সূত্রে জানা গিয়েছে, আরজি কর কাণ্ডে তদন্তকারীদের হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে। এই মামলায় সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেকারণেই সন্দীপ (Sandeep Ghosh) এবং অভিজিৎকে ফের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ধৃতকে ১৫ দিন নিজেদের হেপাজতে রাখতে পারে সিবিআই (CBI)। সেক্ষেত্রে সন্দীপদের আরও চারদিন সিবিআই হেপাজত বাকি। তার মধ্যে থেকেই তিনদিনের হেপাজত চেয়ে নেওয়া হতে পারে।
আরজি কর-কাণ্ডে সন্দীপকে দীর্ঘদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তারপর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর ধর্ষণ ও খুনের মামলাতেও সন্দীপকে গ্রেপ্তার করে তারা। এছাড়া অভিজিৎকে ওই মামলায় গ্রেপ্তার করা হয় ১৪ সেপ্টেম্বর। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। গ্রেপ্তারির পর ১১ দিন দু’জনকে হেপাজতে নিয়ে জেরা করেন তদন্তকারীরা। তারপর আর তাঁদের নিজেদের হেপাজতে রাখতে চায়নি সিবিআই।
#End