Bangla News Dunia , পল্লব : মোদী ম্যাজিকে মুগ্ধ কোটিপতি বিনিয়োগকারী রে ডালিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিনের পূর্ববর্তী রাষ্ট্রনেতা দেং শাওপিংয়ের সঙ্গে তুলনা করলেন ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস-র প্রতিষ্ঠাতা। যেভাবে শাওপিং-র হাত ধরে চিনের অর্থনীতির রাস্তা প্রশস্ত হয়েছিল, একই ভাবে ভারতের অর্থনীতিতে উন্নতির রাস্তাও খুলবে মোদীর হাত ধরে, এমনটাই আশা প্রকাশ করেন ডালিও।
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
ফরচুন ম্যাগাজিন-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস-র প্রতিষ্ঠাতা রে ডালিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিনের দেং শাওপিংয়ের সঙ্গে তুলনা করে বলেন, “সাম্প্রতিক ভবিষ্যতে ভারতে বিশাল উন্নতি হতে পারে। দেশের কাছে উন্নয়নের অনেক সুযোগ রয়েছে, কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে, কিছু জায়গায় এখনও উন্নতির প্রয়োজন।
বিশেষ করে কর্মী ও দরিদ্রসীমার নিচে বসবাসকারীদের অবস্থার উন্নতির প্রয়োজন। ভারত খুবই ভাল কাজ করছে কিন্তু ধনী ও দরিদ্রের তফাত বেড়েই চলেছে।” ভারতের ভৌগলিক অবস্থান ও আমেরিকা-চিনের মতো শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক ভারতকে বিশ্বশক্তি হয়ে উঠতে সাহায্য করতে পারে বলেই মনে করেন রে ডালিও। #Short News
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প