Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কিংবদন্তি চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি নেহাত কম নয়। কিন্তু তাঁর যে সৃষ্টি পৃথিবীর মানুষকে চিরকাল বিমোহিত করেছে, তার নাম মোনালিসা। যে চিত্রটি এখন রয়েছে ফ্রান্সের প্যারিস শহরের ল্যুভর মিউজিয়ামে।
সেখানে মোনালিসার সেই চিত্রটির জন্য আলাদা ঘর রয়েছে। সেখানে একটা দূরত্ব বজায় রেখে মানুষ এই ছবি দেখার সুযোগ পান। তবে শুধু ছবি দেখাই নয়। কেউ চাইলে মোনালিসাকে তাঁর মনের কথা জানাতেও পারেন।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
এজন্য রয়েছে কেবলমাত্র মোনালিসার চিঠির জন্য আলাদা ব্যবস্থা। ল্যুভর মিউজিয়ামের যে ঘরে মোনালিসার ছবি রয়েছে, তার লাগোয়া একটি ঘরে রয়েছে একটি ডাকবাক্স। যেটি কেবলমাত্র মোনালিসাকে লেখা চিঠি সংগ্রহের জন্যই রাখা হয়েছে।
মানুষ মোনালিসাকে লেখা প্রেমপত্র থেকে শুরু করে, নিজের মনের কথা, ছবির প্রশংসা, মোনালিসার রূপের প্রশংসা সহ যা মনে আসে তা লিখে ওই ডাকবাক্সে পোস্ট করে দেন।
এই বিপুল সংখ্যক চিঠির তারপর কি হয়? ওই সব চিঠি সংগ্রহ করে মিউজিয়াম কর্তৃপক্ষ। তারপর সেগুলি সযত্নে মোনালিসার জন্য আলাদা করা চিঠিপত্রের জায়গায় সংগ্রহ করে রাখা হয়।
একটি চিত্রকে দেখে এত চিঠি জমা পড়ে সেই ডাকবাক্সে যে তাও এক চমকে দেওয়া বিষয়। মিউজিয়াম কর্তৃপক্ষ সেগুলি পড়ে এবং সংগ্রহ করে রাখে। একটি হাতে আঁকা ছবিকেও যে চিঠি লেখা যায় তা মোনালিসাকে লেখা চিঠির স্তূপ না দেখলে বিশ্বাস করা যায়না।
#End