Bangla News Dunia, অমিত : রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। জেলায় বিডিও অফিসের অন্তর্গত হোস্টেল সুপার ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিভাবে এখানে আবেদন করবেন? বয়সসীমা কি থাকছে? শিক্ষকতা যোগ্যতা ও বেতন কি থাকবে এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন ও নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
পদের নাম – Hostel Super & Group D
শুন্যপদ – ০৯।
শিক্ষাগত যোগ্যতা – এখানে অনেকগুলি শূন্যপদ আছে। প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তার উল্লেখ করে দেওয়া হলো।
Hostel Super – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। এছাড়া Cook, Helper, Resident এই সমস্ত পদের ক্ষেত্রে স্পষ্ট করে শিক্ষাগত যোগ্যতা সংস্থার বিজ্ঞপ্তিতে সেরকম কোন কিছু উল্লেখ নেই তবু আপনারা সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১/০৭/২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে এছাড়া কিছু পদের ক্ষেত্রে ২৫ বছর থেকে বয়স থাকলে অবশ্যই আবেদন করা যাবে।
মাসিক বেতন – যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে কোন পদের ক্ষেত্রে প্রতিমাসে ২৫০০/- টাকা প্রদান করা হবে আবার কোন পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০০/- টাকা প্রদান করা হবে। অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
WB Hostel New Recruitment 2024
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? – jalpaiguri.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভি মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন মূল্য – এখানে প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি – যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সমস্ত তথ্য উল্লেখ করা আছে। আপনারা সর্বপ্রথম নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করবেন এবং সেটা কি পদের জন্য এবং কাকে পাঠাচ্ছেন অর্থাৎ সংস্থার বিজ্ঞপ্তিতে যে ঠিকানা গুলি আছে যে পদের জন্য সেই ঠিকানা গুলো উল্লেখ করে তার সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে যেমন আধার কার্ড,শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র ইত্যাদি সমস্ত তথ্য একত্রিত করে নির্দিষ্ট সময় ও তারিখের মধ্যে সঠিক স্থানে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাছাড়া আবার কিছু পদের জন্য ইন্টারভিউ তারিখ উল্লেখ করা আছে সংস্থার বিজ্ঞপ্তিতে অতি অবশ্যই সেগুলিও দেখে বুঝে ফলো করবেন। আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যা শেষ হবে আগামী ১২.০৯.২০২৪। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
Official Website | jalpaiguri.gov.in |
Official PDF Link | Download |
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
CISF কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ১১৩০ টি, শীঘ্রই আবেদন করুন👇🏻https://t.co/yoKMGzUD9L
— Daily Khabor Bangla (@daily_khabor) September 1, 2024
ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ, গ্রাজুয়েশন করা থাকলে করতে পারবেন আবেদন👇🏻https://t.co/lI4jH8vONA
— Daily Khabor Bangla (@daily_khabor) September 1, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
রাজ্যের স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, এখনই করুন আবেদনhttps://t.co/TatN5nJnZN
— Peek Medio (@peek_medio) August 30, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024