Bangla News Dunia , দীনেশ :- শুভেন্দু গড়ে জয় পদ্মের। নন্দীগ্রামের একটি সমবায় নির্বাচনে শাসক দলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিল বিজেপি। ‘ভয়ের পরিবেশ’ তৈরি কর জয় পেয়েছে বিজেপি, বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
রবিবার নন্দীগ্রাম বিধানসভার মহম্মদপুর কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়। সমবায়ের মোট আসন ৯টি। সেই ৯ টি আসনেই বিজেপি সমর্থীত প্রার্থীরা জয়লাভ করে। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল প্রকাশের পর বিজেপি সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে।
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ মাইতি জানান, এই জয় শুভেন্দু অধিকারীর উন্নয়নের জয়। আগামীদিনে যাতে সমবায়ের উন্নয়ন ঘটে সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে, নন্দীগ্রাম-১ ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘নন্দীগ্রামে ভয়ের পরিবেশ, সন্ত্রাস সৃষ্টি করে চলেছে বিজেপির সন্ত্রাসবাহিনী। তাই ভয়ে মানুষ ভোট দিয়েছে। আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি নন্দীগ্রামে যেভাবে উন্নয়ন করে চলেছে, তাতে আগামীর নির্বাচনে মা-মাটি-মানুষের জয় হবেই।’ শাসক দলের হার নিয়ে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি আমার জানা নেই। তবে যে ফল হয়েছে তা মেনে নিতে হবে। কেন এমন হলো তা খোঁজখবর নিতে হবে বলে জানান তিনি।
আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !
উল্লেখ্য, কয়েকদিন আগেই নন্দীগ্রামের আরেকটি সমবায় নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এক নম্বর ব্লকে চন্দননগর আকন্দবাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় তৃণমূল। মোট ১২টি আসনের মধ্যে ৭টি আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি পাঁচটি আসনে জয়লাভ করে বিজেপি। পাশাপাশি, নন্দীগ্রামে তাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় পায় বিজেপি। মোট ১৮টি আসনের মধ্যে ১৫টি জয় লাভ করে বোর্ড দখল করে। আর তৃণমূল সমর্থিতরা পান ৩ টি আসন। প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভা এলাকা তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে। এই লোকসভা কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
#End