সন্দীপের নামে চার্জশিটের দিনই সিজিওতে বয়ান রেকর্ড হল আখতার আলির

By author22

Published on:

dgbzdx

Bangla News Dunia , Rajib : আরজি কর দুর্নীতি মামলায় শুক্রবারই চার্জশিট পেশ করেছে সিবিআই। সন্দীপ ঘোষ-সহ মোট ৫ জনের নাম রয়েছে সেখানে। অন্যদিকে এ দিনই সিজিও কমপ্লেক্সে বয়ান রেকর্ড করা হল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলির। এই আখতার আলির দায়ের করা অভিযোগের তদন্তে নেমেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই।

author22

মন্তব্য করুন