‘সময়ের ডাক’ শুনতে পেলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

suvendu adhikari vs dilip ghosh

Bangla News Dunia , Pallab : ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশের দিনই ‘সময়ের ডাক’ শুনতে পেলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা। সেই ডাকে সাড়া না দিলে ২০২৬–এর বিধানসভা ভোটে পদ্ম–ব্রিগেডকে যে বড়সড় খেসারত চোকাতে হবে, সেটাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তাঁরা। ফলে ‘সময়ের দাবি’ মেনে ‘নতুন পথ’–এর খোঁজই এখন বঙ্গ–বিজেপিতে ট্রেন্ডিং। তবে এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কী ভাবছেন, তা এখনও স্পষ্ট নয়।

২০২৪ লোকসভা ভোটে বাংলায় বিজেপির আস‍ন ১৮ থেকে কমে ১২–তে এসে ঠেকেছিল। কিন্তু কোন পথে হাঁটলে বাংলায় আবার গেরুয়া ঝড় উঠব, সেই সিদ্ধান্ত নিতেই কেটে গিয়েছে পাঁচ মাস। এখনও বঙ্গ–বিজেপির সংগঠন অথবা রাজনৈতিক কার্যকলাপে এমন কোনও পরিবর্তন ঘটেনি, যা দেখে মনে হবে পদ্ম–শিবির খোলনলচে বদলে নতুন পথে হাঁটতে শুরু করেছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

বস্তুত, পুরোনো টিমের নেতৃত্বে এবং পুরোনো রাজনৈতিক স্টাইলেই উপনির্বাচন লড়ে বিজেপি। শনিবার ফল প্রকাশ হয়েছে। ছ’টি সিটের একটিতেও দাঁত ফোটাতে পারেনি বিজেপি। পরিসংখ্যান বলছে, গত লোকসভা নির্বাচনের নিরিখে ছ’টি বিধানসভা কেন্দ্রেই পদ্ম প্রার্থীদের ভোট শতাংশের হার কমেছে। ২০১৪ থেকে বিজেপির দখলে থাকা আলিপুরদুয়ারের মাদারিহাট আসনটিও বিজেপির হাতছাড়া হয়েছে।

ঘুরে দাঁড়াতে ‘নতুন পথ’–এর খোঁজকে এ বার ‘সময়ের ডাক’ বলে অভিহিত করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি বলেন, ‘এটা সময়ের ডাক। বিজেপির সংগঠনকে এ বার নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী করতে হবে।’ শুভেন্দু বিজেপির পরিষদীয় দলের নেতা। #End

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন