Bangla News Dunia , অমিত : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (PDIL) সংস্থার তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিযুক্ত কর্মীদের দেশের বিভিন্ন শহরে সংস্থাটির কার্যালয় এবং প্রজেক্ট সাইটে পোস্টিং দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম
রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (PDIL) সংস্থা কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেনি (শিক্ষানবিশ), সিনিয়র অফিসার এবং ড্রাফটসম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত কর্মীদের সংস্থাটির প্রসেস (কেমিক্যাল), ফিন্যান্স, মেকানিক্যাল, সিভিল এবং এইচআর বিভাগে সংশ্লিষ্ট পদগুলিতে কাজ করতে হবে।
মোট শূন্যপদ
বয়স সীমা
ম্যানেজমেন্ট ট্রেনি (শিক্ষানবিশ), সিনিয়র অফিসার এবং ড্রাফটসম্যান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স যথাক্রমে ২৫ বছর, ৩০ বছর, ২৭/৩১ বছর হতে হবে।
আরো পড়ুন :- টেলিগ্রাম -ইন্টারনেটে ৫০ টাকায় বিকোচ্ছে ধর্ষণের ভিডিয়ো! নির্যাতিতার নামে পর্ন সার্চ ঘিরে রমরমা ব্যবসা
বেতন
- ম্যানেজমেন্ট ট্রেনি (শিক্ষানবিশ) পদে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন মাসিক বেতন দেওয়া হবে ৪৫ বা ৫০ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে বেতন বেড়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত হবে।
- সিনিয়র অফিসার পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতনক্রম হবে ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা।
- ড্রাফটসম্যান পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতনক্রম হবে ২৫ হাজার টাকা থেকে ৭৯ টাকা হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে।
আবেদন মূল্য
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য সংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৪০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ৮০০ টাকা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পরে ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। ম্যানেজমেন্ট ট্রেনি (শিক্ষানবিশ) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজিতে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সাথে এই বছরের গেট পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। বাকি পদগুলির শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের শেষ তারিখ আগামী ১১ সেপ্টেম্বর। আরও তথ্য জানার জন্য সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Click Here |
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
RRB NTPC 2024 Notification Out, শূন্য পদ সংখ্যা রয়েছে ১১৫৫৮ টি, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/S8CBLPAzPg
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
আবার কেন্দ্রে নতুন চাকরিতে নিয়োগ শুরু, বেতন রয়েছে লাখ টাকার বেশি👇🏻https://t.co/6Nj3KhTdIz
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024