Bangla News Dunia , অমিত : রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিরাট খবর ঘোষণা করল নবান্ন! বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশি বিভাগে আধিপত্য বিস্তারের বিষয়ে লাগাম দিল রাজ্য সরকার। বর্তমানে আর.জি.করের মর্মান্তিক ঘটনা নিয়ে উত্তাল শহর থেকে দেশ। এমন অবস্থায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের অধিকার এবং কাজের পরিসীমা সম্পর্কে বারে বারে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের দিকে। এই বিষয়ে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
বর্তমানে খবরের কাগজের পাতায় চোখ রাখলেই তিলোত্তমা ধর্ষণ এবং খুনের খবর উঠে আসছে পাতায় পাতায়, জনসমক্ষে চলছে আলোচনা এবং প্রতিবাদ। সবকিছুর মধ্যে বারে বারেই উঠে আসছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিসীমার প্রশ্ন।
পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশের সঙ্গে সহযোগিতা করার উদ্দেশ্যেই গঠন করা হয় একটি নতুন পদের যার নাম দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারদের মূল কাজ হলো সরকারের আইন রক্ষণাবেক্ষণের বিষয়ে পুলিশকে সহায়তা করা। এক্ষেত্রে অবশ্যই আইনের ভার নিজের হাতে তুলে নেওয়ার কোনো রকম অধিকার নেই সিভিক ভলেন্টিয়ারদের।
তৎ সত্ত্বেও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে সিভিক ভলেন্টিয়াররা আইন রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে পুলিশের সমতুল্য কাজে অংশ নিয়েছেন। মূলত পুলিশের সহযোগী হিসেবে কাজ করার অনুমতি থাকলেও সিভিক ভলেন্টিয়ারদের একসঙ্গে নিয়ে করা হচ্ছে বিভিন্ন অপরাধের তল্লাশি। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের কাজের নিয়ম ভেঙ্গে তাদেরকে উচ্চপদের সমতুল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন আইনি বিষয়ে।
এই সমস্ত ঘটনার ফলে দিনে দিনে বেড়েছে সিভিক ভলেন্টিয়ারদের রমরমা। অষ্টম শ্রেণী পাস করে পুলিশের সহযোগী হিসেবে নয়, পুলিশের সমতুল্য কর্মী হিসেবেই নিজেদের বিচার করা শুরু করেছেন বহু সিভিক ভলেন্টিয়ার। যার ফলে বাড়ছে অপরাধের সংখ্যা। রাজ্যের পুলিশ বিভাগের অভ্যন্তরে থেকেই গোপন তথ্য প্রচারের অভিনব উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। এর পাশাপাশি সিভিকদের বিভিন্ন রকমের ঔদ্ধত্য মূলক আচরণের কথাও উঠে এসেছে সম্প্রতি কালে।
তবে এইবারে সিভিক ভলেন্টিয়ার দের কাজের বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্তমানে এই সিভিক ভলেন্টিয়াররা যাতে কোনরকম অনৈতিক কাজের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত না হতে পারেন সেই বিষয়ে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নবান্ন সূত্রে খবর, যত শীঘ্রই সম্ভব সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিসীমা তৈরি করে দেওয়া হবে এবং তার স্পষ্টভাবে উল্লেখ থাকবে প্রতিটি পুলিশ বিভাগের কাছে। এই বিষয়ে সম্মতির ইঙ্গিত এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও।
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মোট ৫৫০ টি শূন্য পদে হবে নিয়োগ, দেখুন আবেদন প্রক্রিয়াhttps://t.co/aiQOauzDM9
— Peek Medio (@peek_medio) August 30, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
রাজ্যের স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, এখনই করুন আবেদনhttps://t.co/TatN5nJnZN
— Peek Medio (@peek_medio) August 30, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024