Bangla News Dunia , অমিত : চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
পোস্টের নামঃ
Dental Technician এবং Dental Surgeon এই দুটি পদে নিয়োগ করা হবে। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
বয়সসীমাঃ
যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের জন্য যোগ্য। এছাড়া এখানে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
- Dental Technician ১৮ – ৪০ বছর।
- Dental Surgeon ২২ – ৪০ বছর।
আরো পড়ুন:- একদিনেই ১ কোটি ! বিশাল আয় করে পূর্বের সব রেকর্ড ছাপিয়ে গেল কলকাতা মেট্রো
যোগ্যতাঃ
Dental Technician এই পদে আবেদন করতে যে যোগ্যতা সম্পন্ন হতে হবে,
- পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে নাম নথিভূক্ত থাকতে হবে।
- ডেন্টাল টেকনোলজি বিষয়ে ২ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
- পদার্থবিদ্যা, রসায়ন এবং বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাস।
Dental Surgeon এই পদে আবেদন করতে যে যোগ্যতা সম্পন্ন হতে হবে,
- ডেন্টাল সার্জারি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস হতে হবে।
- পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে নাম নথিভূক্ত থাকতে হবে।
- এছাড়া এই কাজের অভিজ্ঞতা রয়েছে প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
বেতনঃ
Dental Technician পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ২২,০০০/- টাকা এবং Dental Surgeon পদে ৪২,০০০/- টাকা দেওয়া হবে।
আবেদন ফি:
এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে।
- সাধারণ শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ১০০/- টাকা।
- অন্যান্য শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০/- টাকা।
আবেদন পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এজন্য wbhealth.gov.in বা birbhum.nic.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পেজে তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন সাবমিট করতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আরো পড়ুন:- সেপ্টেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকা
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৮/০৯/২০২৪
আবেদন শেষঃ যা চলবে আগামী ২১/০৯/২০২৪ তারিখ পর্যন্ত।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
শিক্ষক দিবসের দিন ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সুখবর! রাজ্য সরকার ট্যাব কেনার জন্য দেবে ১০ হাজার টাকা👇🏻https://t.co/P4azTxHXDx
— Daily Khabor Bangla (@daily_khabor) September 2, 2024
ISRO তে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা নিম্নতম মাধ্যমিক, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/4H8aBSRKsC
— Daily Khabor Bangla (@daily_khabor) September 2, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024