স্মার্টফোন নিয়ে আগ্রহ কমছে, কেন হচ্ছে এমন?

By Bangla News Dunia Rajib

Published on:

mobile

Bangla News Dunia , Rajib : কিছু প্রশ্ন দিয়ে শুরু হোক আজ। আপনি কোন স্মার্টফোন ব্যবহার করেন? কত দিন অন্তর আপডেট করেন? আপনার কি মনে হয়, যে ফোন ব্যবহার করছেন, সেটা পাল্টে নতুন ফোন কিনবেন?প্রশ্নগুলো সহজ, উত্তর খুব অজানা নয়। এক কথায় বলতে গেলে, স্মার্টফোন নিয়ে উৎসাহ হারিয়েছে ভারতবাসী। বেশির ভাগ দেশবাসীর ভাবনাচিন্তা হল, চলে যাচ্ছে তো ফোনটা। যত দিন চলে চলুক না। তাই হিসেব বলছে, আমভারতীয় অন্তত চার বছর একটা স্মার্টফোন ব্যবহার করেন। অনেকে বেশি। তাই প্রথমেই যে প্রশ্নগুলো করা হল, সেটা কতটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, ভেবে দেখুন। উত্তর যা-ই হোক, এ কথা মানতেই হবে, এই অনীহার জন্যই যে কোনও স্মার্টফোনের লঞ্চ বা বিজ্ঞাপনে খুব বড় প্রভাব পড়েছে।

অথচ বেশ কয়েক বছর আগে অ্যাপল-এর যে কোনও লঞ্চিংয়ে স্টিভ জোবসের সেই মন টেনে নেওয়া বক্তব্য মনে করুন। ২০০৭ সালে যখন অ্যাপল বাজারে আসে, সেই সময়টার কথা মনে করুন। তার পর ব্র্যান্ড মানেই হয়ে দাঁড়িয়েছিল অ্যাপল। উদাহরণ আরও আছে। মনে হতেই পারে ব্ল্যাকবেরির লঞ্চ। কিংবা এলজি উইং-এর বাজারে আসার সেই দিনগুলো। সেই সময়ে কী উৎসাহ উদ্দীপনাই না ছিল স্মার্টফোন নিয়ে। অথচ এখন সেটা পুরোপুরি উধাও। টেক বিষেশজ্ঞদের মতে, শেষ স্মার্টফোন নিয়ে মাতামাতি হয়েছিল আইফোন ১৩ মিনি নিয়ে। সেটাও ২০২১-এ।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

এই প্রবণতায় কিন্তু বেশ চিন্তিত টেক বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তাঁরা তুলে আনছেন বেশ কিছু দিক। তাঁদের মূল কথাই হল, স্মার্ট ফোন আর সে ভাবে নতুন কিছু দিচ্ছে না। তাই গড়পরতা ভারতবাসী মনে করছেন, ফোন পাল্টানোর দরকার নেই। আর একটা বিষয় হল, কোনও ফোন লঞ্চ হওয়ার আগে খুব সহজেই জেনে নেওয়া যাচ্ছে, সেই ফোন কী কী দিচ্ছে। সেটার স্টোরেজ কত, ক্যামেরা কোন মানের, ডিসপ্লে ওলেড কি না, ফিনিশিং মেটেরিয়াল প্লাস্টিক না কি আলুমিনিয়াম। এই সহজেই জেনে যাওয়ার জন্য, কোনও ফোনেই আর কোনও সিক্রেট থাকছে না, যেটা ক্রেতা টানতে পারে।

ডিজ়াইনও খুব বেশি বদলাচ্ছে না। সেটাও আগ্রহ হারানোর একটা অন্যতম কারণ। যে কোনও ফোনের স্ক্রিনের সাইজ় মোটের উপর একই। চার্জও হয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত। প্রসেসরও এ-দিক ও-দিক। তাই নতুন সে ভাবে কিছুই নেই। এই বিশেষ কিছু না থাকাটাই অপছন্দের অন্যতম কারণ।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

আর ডিসপ্লের গড় সাইজ় দাঁড়াচ্ছে ৮ ইঞ্চির আশপাশে। সব মিলিয়ে তাই কোনও ফোন বাজারে আসার আগেই সে অর্থে পুরনো হয়েই যাচ্ছে। তাই সেই ফোন কেনার যেমন কোনও আগ্রহ নেই, তেমনই কোনও অ্যাডও দিচ্ছে না মোবাইল কোম্পানিগুলি। এখন দেখা যায় অ্যাপল ছাড়া কোনও কোম্পানিই সে ভাবে কোনও নতুন ফোনের অ্যাডও দিচ্ছে না। সম্প্রতি লঞ্চ হতে চলা আইফোন ১৬ ছাড়া কোনও ফোনের অ্যাড বাজারে এসেছে কি না, মনেও করা শক্ত।

তাই সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হল যে, ফোন চলছে এবং সেটাই ব্যবহার করছেন বড় সংখ্যক ভারতীয়। নতুন কিছু তাঁরা নিচ্ছেন না। আর ফোন পাল্টানোর সময়েও তাঁরা মন দিয়ে দেখে নিচ্ছেন, বাজেট অনুযায়ী বেস্ট অপশন কোনটা। সেটাই বেছে নিচ্ছেন তাঁরা।
তাই নতুন ফোন আর যা-ই হোক, কোনও রকম উৎসাহই ঠিক তৈরি করতে পারছে না।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন