Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতিমাসে পেনশন পান তিনি। সেই টাকাটাই ভরসা। বেঁচে আছেন ওই অর্থের ভরসায়। প্রতিমাসে তাঁকে পেনশন আনতে যেতে হয় ২ কিলোমিটার দূরে। তবে পায়ে হেঁটে নয়। বরং মাটিতে ঘষটে।
অতি কষ্টে হামা দিতে দিতে এগিয়ে চলেন তিনি। বর্ষায় কাঁচা রাস্তার চেহারাই যায় বদলে। আরও ভয়ংকর রূপ ধারণ করে। তার মধ্যেই বৃদ্ধা হামা দিয়ে, ঘষটে এগিয়ে চলেন।
আরো পড়ুন : – ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরমাণু সন্ধি হলে, ভারত শুধরে যাবে’ ! মন্তব্য ঘিরে হিংসা প্রকাশ ঢাকার অধ্যাপকের
একটুআধটু পথ নয়, টানা ২ কিলোমিটার। সেখানেই রয়েছে রাইসুয়াঁ গ্রাম পঞ্চায়েত অফিস। সেখানে থেকে পেনশন সংগ্রহ করতে প্রতিমাসে তাঁকে এভাবেই কষ্ট করে ২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এক বৃদ্ধার এই চরম কষ্টের বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
হাঁটতে অক্ষম এক বৃদ্ধাকে পেনশন আনার জন্য এভাবে যাতায়াত করতে হয় এটা জানার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
অবশেষে বিষয়টি সকলের নজরে আসার পর এখন প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই বৃদ্ধাকে সেপ্টেম্বর মাস থেকে টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত হয়েছে।
সেই সঙ্গে এমন হামা দিয়ে চলা ছেড়ে তাঁকে একটি হুইলচেয়ারের ব্যবস্থাও করে দিয়েছে প্রশাসন। ওড়িশার কেওনঝড় জেলার তেলকই অঞ্চলের ঘটনা।
বিষয়টি তো স্থানীয় প্রশাসনের নজরে দীর্ঘদিনই পড়ছিল। যখন সেটি সকলের নজরে এল, সমালোচনার ঝড় উঠল, তবেই চোখ খুলল? এ প্রশ্ন কিন্তু উঠছে।
#End