১ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্র্যাফিক পুলিশ

By author22

Published on:

vidyasagar-setu

Bangla News Dunia , Rajib : বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের তরফে। আপনিও কি প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই মর্মে ইতিমধ্যে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। কেনই বা এই বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আজকের এই প্রতিবেদনে মাধ্যমে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

বিদ্যাসাগর সেতু অথবা দ্বিতীয় হুগলি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। এছাড়া কয়েক লক্ষ গাড়ি ঘোরাও এর ওপর দিয়ে ছুটে চলেছে। তবে এবার আচমকা এই বিদ্যাসাগর সেতু অথবা দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।  স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ব্যাপক হয়রানি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই সেতু বন্ধ রাখা হবে? আর কদিনই বা রাখা হবে?

fb img 1732952324283

তাহলে জানিয়ে রাখি, কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে পর দিন সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে হুগলি সেতু। এর ফলে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। একাধিক রাস্তায় একাধিক রাস্তায় যান চলাচলক দিও নিয়ন্ত্রণ করা হবে।

fb img 1732952326984

বিশেষ বার্তা কলকাতা ট্র্যাফিক পুলিশের

কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর রবিবার থেকে শহরের একাধিক রাস্তায় চলবে যান নিয়ন্ত্রণ। কলকাতা ট্রাফিক পুলিসের নোটিস। বিদ্যাসাগর সেতু সহ শহরের ৮ গুরুত্বপূর্ণ রাস্তা ১ ডিসেম্বর সন্ধে ৭টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাস্তা। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে একাধিক রাস্তায়। খিদিরপুর রোড, জিআর রোড, বিদ্যাসাগর সেতু। একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

উল্লেখ্য, বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি নদীর ওপর অবস্থিত একটি সেতু। এর মাধ্যমে হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ রয়েছে। সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেই টোল সেতু হিসেবে ব্যবহৃত হয়। এর মোট দৈর্ঘ্য ৮২২.৯৬ মিটার।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

author22

মন্তব্য করুন