৩৫ বছরের কেরিয়ারে প্রথমবার মনোনয়ন জমা প্রিয়াঙ্কার, প্রথম প্রচার কত বয়সে?

By Bangla News Dunia Rajib

Published on:

priyanka

Bangla News Dunia , Rajib : রাজনীতির অলিন্দে তাঁর যাতায়াত সাড়ে তিন দশক। শুধু দিল্লির রাজনীতিই নয়, সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের প্রথম সারির মুখ তিনি। কিন্তু তিনিই এতদিন নিজে ভোটে লড়েননি। ৩৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এই প্রথম ভোটের ময়দানে সরাসরি লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার ওয়েনাড়ে লোকসভা আসনের ভোটে মনোনয়ন পত্র দাখিল করলেন তিনি।এ দিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কালপেত্তায় একটি জনসভা করেন প্রিয়াঙ্কা। সেখানেই নিজের অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দেন তিনি। পিটিআই সূত্রের খবর, প্রিয়াঙ্কা এ দিন জানান যে ১৭ বছর বয়স থেকে তাঁর আনাগোনা শুরু হয়েছিল রাজনীতির আঙিনায়। ১৯৮৯ সালে তাঁর বাবা রাজীব গান্ধীর হয়ে প্রচার করেছিলেন তিনি। এ দিনের সভায় প্রিয়াঙ্কা বলেন, ৩৫ বছরে কখনও মা সনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধীর হয়ে প্রচার করেছেন তিনি। দলের অন্য প্রার্থীদের হয়েও প্রচার সেরেছেন বহুবার। কিন্তু নিজে এই প্রথম ভোটে দাঁড়ালেন। বুধবারের সভায় উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সিদ্দারামাইয়া।

আরো পড়ুন:- এবার SIM কার্ড ছাড়াই করা যাবে ফোন, BSNL-র পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে Jio, Airtel

২০১৯-এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে লড়ে সাংসদ হয়েছিলেন রাহুল গান্ধী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন ওয়েনাড় এবং রায়বরেলী কেন্দ্র থেকে। ২টি কেন্দ্র থেকেই জেতেন রাহুল। পরে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি, সেই আসনেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।

১৩ নভেম্বর ওয়েনাড়ে ভোটগ্রহণ। এলডিএফ-এর সাথিয়ান মোকেরি এবং বিজেপির নব্যা হরিদাসের সঙ্গে মুখোমুখি লড়াই হবে প্রিয়াঙ্কা গান্ধীর।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন